টাঙ্গাইলে করোনায় চিকিৎসক আক্রান্ত
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০, ০১:১৭ PM , আপডেট: ৩০ এপ্রিল ২০২০, ০১:১৭ PM
টাঙ্গাইলে নতুন করে আরও এক জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তি একজন চিকিৎসক। তিনি সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪ জনে।
আক্রান্ত ওই চিকিৎসকের বাড়ি জেলার ঘাটাইল উপজেলা হলেও তিনি টাঙ্গাইল শহরের কলেজ পাড়ায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করেন।
সিভিল সার্জন বলেন, বুধবার জেলা থেকে মোট ১০৫টি নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে একজনের আক্রান্তের বিষয়টি জানানো হয়।
টাঙ্গাইল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রামপদা রায় বলেন, গত কদিন ধরে ওই চিকিৎসকের মাথা ও শরীরে ব্যথা এবং সেই সাথে শরীর দুর্বল ছিল। তাই মঙ্গলবার (২৮ এপ্রিল) তার নমুনা সংগ্রহ করে বুধবার (২৯ এপ্রিল) ঢাকায় পাঠানো হয়। আজ বৃহস্পতিবার তার নমুনার ফলাফল পজেটিভ আসে।
ডা. রামপদা রায় জানান, আক্রান্ত ওই চিকিৎসক সরাসরি কোনো রোগী দেখেননি। তিনি করোনায় নমুনা সংগ্রহের দায়িত্বে থাকলেও কোনো নমুনা সংগ্রহ করেননি।
আক্রান্তের বাড়ি লকডাউনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।