একই ব্যক্তির করোনা পরীক্ষা যশোরে পজিটিভ খুলনায় নেগেটিভ

২৯ এপ্রিল ২০২০, ০৮:৫৬ AM

করোনা আক্রান্ত রোগীর নমুনা পরীক্ষা নিয়ে নতুন জটিলতা তৈরি হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে করোনা পরীক্ষায় পজিটিভ হলেও একই ব্যক্তির দ্বিতীয় দফা নমুনা সংগ্রহের পর খুলনা ল্যাবে পরীক্ষায় তা নেগেটিভ পাওয়া গেছে। ফলে পুনঃপরীক্ষার জন্য সংগ্রহ করা নমুনা ঢাকায় আইইডিসিআরে পাঠানো হচ্ছে। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা এ তথ্য জনিয়েছেন।

এর আগে মঙ্গলবার খুলনা জেলা প্রশাসক কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. কামাল হোসেনের সঙ্গে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় এ বিষয়ে আলোচনা হয়। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা বলেন, ‘নিয়ম হলো-একটা রোগী যখন পজিটিভ হবে ওই ‘সেম স্যাম্পল’ আইইডিসিআরে পাঠাতে হবে।

এদিকে দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার পর্যন্ত মারা গেছেন ১৫৫। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৬ হাজার ৪৬২ জনকে শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।

প্রশাসনের নিরপেক্ষতা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বেকারস, কর্মস্থল ঢাকা
  • ৩১ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
  • ৩১ জানুয়ারি ২০২৬
৩ দলের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা, থাকছে চমক
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের হাতে বাংলাদেশের পতাকা তুলে দিল বগুড়া জেলা ছাত…
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না, দেশকে এগিয়ে নিতে চাই: …
  • ৩১ জানুয়ারি ২০২৬