সিলেটে হাসপাতাল থেকে পালালেন করোনায় আক্রান্ত নারী

২৪ এপ্রিল ২০২০, ০৯:২৮ AM

© সংগৃহীত

সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পালিয়েছেন করোনা আক্রান্ত এক নারী। তিনি সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের রঙ্গীটিলার বাসিন্দা। তার খোঁজে স্বামীর মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে সেটিও বন্ধ পাওয়া যায়।

জানা যায়, ওসমানী হাসপাতালের গাইনি ওয়ার্ডে গত বুধবার এক সন্তান জন্ম দেন ওই নারী। এরপর তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়। পরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার সকালে তার সদ্যজাত সন্তান মারা যায়। এদিন সন্ধ্যায় তার করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। এরপর রাতে কোনো একসময় তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান।

রোগী পালানোর বিষয়টি নিশ্চিত করে ওসমানী হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক আহমদ বলেন, করোনাভাইরাসে আক্রান্ত এক নারী হাসপাতাল থেকে পালিয়েছেন। তাকে খুঁজে বের করতে আমরা চেষ্টা চালাচ্ছি। রোগী লাপাত্তা হওয়ার পর হাসপাতালে সংরক্ষিত তার স্বামীর মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
​পটুয়াখালী-৩: নুর ও মামুনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬