চীনের ওহানে উৎপত্তি এ করোনাভাইরাস এরই মধ্যে মহামারি আকার ধারন করেছে সারা বিশ্বে। মহামারি এ করনাভাইরাস সবচেয়ে মারাত্মক আকার ধারণ করে সবচেয়ে বড় শক্তিধর দেশ আমেরিকা। দেশটিতে করোনায় মৃত্যুর হার বেড়ে হয়েছে ৩৬ শতাংশ। চিকিৎসা ব্যবস্থার অপ্রতুলতাও নতুন করে প্রকাশ পাচ্ছে। করোনা শুরু হওয়ার পর আক্রান্ত ও মৃত্যু দুই দিক থেকেই এগিয়ে রয়েছে দেশটি।
ওয়াল্ডোমেটের এর সর্বশেষ হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রে গত বুধবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৪৮ হাজার ৯৯৪ জন। এর মধ্যে মারা গেছেন ৪৭ হাজার ৬৭৬ জন।সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৪ হাজার ৫০ জন।
ওয়াল্ডোমেটের হিসাব অনুযায়ী দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৩১ হাজার ৭২৬ জন করোনা থেকে সুস্থ হয়েছেন বা মারা গেছেন। এ হিসাবে সুস্থতার হার ৬৪ শতাংশ, আর মৃত্যুর হার ৩৬ শতাংশ।
গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৯৭৩ জন। আর মারা গেছেন ২ হাজার ৩৪১ জন। আগের দিন গত মঙ্গলবার দেশটিতে করোনায় মৃত্যু হয় ২ হাজার ৭৫০ জনের। সে হিসেবে গত বুধবার মৃত্যুর হার কমেছে। এ মহামারিতে ইতিমধ্যে আমেরিকায় ২ কোটি ২০ লাখ লোক চাকরি হারিয়েছেন।ফলে অর্থনৈতিক বিপর্যয় কাটাতে নানা পদক্ষেপ নিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের ২১০ টি দেশ বা অঞ্চলে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।