ঢাবিতে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত বাতিলের দাবি

২৩ এপ্রিল ২০২০, ১০:১০ AM

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসের সিদ্ধান্তকে অযৌক্তিক আখ্যায়িত করে তা বাতিলের দাবি জানিয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ।

বিবৃতিতে তারা বলেন, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনদের সাথে অনলাইন ভার্চুয়াল মিটিংয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান এ সিদ্ধান্ত নেন। যা বর্তমান পরিস্থিতিতে কখনোই পুরোপুরি বাস্তবায়ন যোগ্য নয়।

তারা আরো বলেন, করোনা মহামারির কারণে দেশে জাতীয় সংকট তৈরি হয়েছে। দেশের মানুষ তাদের মৌলিক চাহিদা খাদ্য ও চিকিৎসার পর্যাপ্ত সরবরাহ পাচ্ছে না। গৃহবন্দি থাকার কারণে দেশের সাধারণ মানুষের একটি বড় অংশের উপার্জনের পথ রুদ্ধ হয়ে পড়েছে। চিকিৎসকদের নিরাপত্তা সংকট তৈরি হওয়ায় তাদের মাঝে ভীতি ছড়িয়ে পড়েছে। এতে অনেক অসুস্থ ব্যাক্তি তাদের যথাযথ চিকিৎসাসেবা পাচ্ছে না। কৃষকদের ধান কাঁটার জন্য পর্যাপ্ত জনশক্তি সরবারহ করা যাচ্ছে না। অনেক মানুষ দুমুঠো খাবারের জন্য গৃহবন্দি অবস্থা থেকে বেরিয়ে এসে বিক্ষোভ করছে।

এসময় তারা পবিত্র রমজান মাসে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশংকা প্রকাশ করেন।

তারা উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীর পারিবারিক অবস্থা স্বচ্ছল নয়। মহামারীর এ অবস্থায় তাদের আর্থিক অনটন অন্যান্য সময়ের তুলনায় বেড়ে গেছে অনেক গুণ। ডাকসুসহ বিভিন্ন সংগঠন তাদের সামর্থ্য অনুযায়ী সহয়তার চেষ্টা করলেও তা পুরোপুরি চাহিদা পূরণে অনেকটাই ব্যর্থ। এমন নাজুক পরিস্থিতিতে অনলাইন ক্লাস কর্তৃপক্ষের বাহুল্যপনা ছাড়া আর কিছু নয়।

তাছাড়াও অধিকাংশ শিক্ষার্থী গ্রামে থাকায় তাদের ইন্টারনেট সংযোগের সুবিধা অপর্যাপ্ত। ফলে শিক্ষার্থীদের একটি বড় অংশ অনলাইন ক্লাসের সুযোগ থেকে বঞ্চিত হবে।

সার্বিক অবস্থা বিবেচনায় এধরণের অযৌক্তিক সিদ্ধান্ত বাতিল করে বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসহায় শিক্ষার্থীদের সহয়তায় এগিয়ে আসার আহবান জানান তারা।

দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
​পটুয়াখালী-৩: নুর ও মামুনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬