মাশরাফির অর্থায়নে ‘ডক্টরস সেফটি চেম্বারের’ উদ্বোধন

২৩ এপ্রিল ২০২০, ০৯:২২ AM

© সংগৃহীত

নড়াইল-২ আসনের এমপি ও জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ব্যক্তিগত অর্থায়নে ও পরিকল্পনায় সদর হাসপাতালের সামনে ‘ডক্টরস সেফটি চেম্বার’ উদ্বোধন করা হয়েছে। বুধবার( ২২ এপ্রিল ) বিকেলে জেলা প্রশাসক আনজুমান আরা এ চেম্বারের উদ্বোধন করেন।

ইতোমধ্যে এই চেম্বারের মাধ্যমে সেবা প্রদান শুরু হয়েছে। সম্পূর্ণ কাঁচঘেরা এ চেম্বারের মধ্যে চিকিৎসকেরা অবস্থান করছেন। সামনে দু’টি ছিদ্র দিয়ে গ্লাভস পরিহিত হাতে ডাক্তাররা রোগীর শরীরের তাপমাত্রা, রক্তচাপ নির্ণয়সহ বিভিন্ন পরীক্ষা করছেন। করোনা উপসর্গের সঙ্গে মিল পাওয়া গেলে তাকে করোনা ওয়ার্ডে নিয়ে আলাদাভাবে চিকিৎসা দেয়ার ব্যবস্থা রয়েছে।

করোনাভাইরাস বহন করে আসা কোনো রোগীর মাধ্যমে যাতে হাসপাতালের চিকিৎসক, সেবিকা এবং স্টাফ ঝুঁকির মধ্যে না পড়েন এবং রোগীরাও যাতে সুরক্ষিত থাকে সেজন্য এ চেম্বার চালু করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুস শাকুর, মাশরাফির বাবা গোলাম মোর্তুজা স্বপন, সদর হাসপাতালের আরএমও ডাঃ মশিউর রহমান বাবু, সদর থানার ওসি মোঃ ইলিয়াছ হোসেন প্রমুখ।

বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
​পটুয়াখালী-৩: নুর ও মামুনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬
আরও কমল জ্বালানি তেলের দাম
  • ৩১ জানুয়ারি ২০২৬