করোনায় আক্রান্ত বাবা-মা, সদ্যোজাত শিশু একাই খেলছেন হাসপাতালে

১৫ এপ্রিল ২০২০, ০৭:০৪ PM

© সংগৃহীত

করোনাভাইরাস তার নিকট থেকে ‘কেড়ে নিয়েছে’ বাবা, মাকে। জন্মেই বাবা-মা ছাড়া সদ্যোজাত শিশু। হাসপাতালের আইসোলেশন এসএনসিইউতে একাকি বিছানায় শুয়ে হাত-পা ছুঁড়ছে এক মাসের রবি। সেখানকার চিকিৎসকরা ভালোবেসে তার নাম দিয়েছেন ‘আলাদিনের প্রদীপ’।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, জন্মের পর রবির পায়ুদ্বার বন্ধ ছিল। সে কারণে মেডিক্যাল কলেজের গ্রিন বিল্ডিংয়ে পেডিয়াট্রিক সার্জারি বিভাগে অস্ত্রোপচার হয় তার। অস্ত্রোপচারের পর দেখতে যান বাবা।

কিন্তু তারপরই জানা যায়, শিশুর বাবা করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি এম আর বাঙুর হাসপাতালে ভর্তি বাবা। এরপর তার মায়ের রিপোর্টও পজেটিভ আসে। মা পিঙ্কি দেবীর শরীরেও করোনা সংক্রমণ হওয়ায় তাঁকেও সরিয়ে নেয়া হয়েছে শিশুর কাছ থেকে। করোনায় আক্রান্ত ওই শিশুর মা এখন এসএসবি-তে চিকিৎসাধীন।

মা-বাবা দুজনই করোনায় আক্রান্ত হয়েছে। তারা দু’জায়গায় চিকিৎসাধীন রয়েছে। শিশুর ধারেকাছেও আসার উপায় নেই তাঁদের। ছোট্ট রবি অতকিছু বোঝেও না। অস্ত্রোপচারের পর থেকে এসএনসিইউ’র আইসোলেশনে একাকী বিছানায় শুয়ে হাত, পা ছুঁড়ে খেলতে ব্যস্ত সে।

রবি একা রয়েছে। বাবা-মা সুস্থ না হওয়ায় দুধের শিশুকে নিয়ে কী করবেন, ভেবে উঠতে পাচ্ছেন না চিকিৎসকরা। করোনা সংক্রমণের ভয়ে গ্রিন বিল্ডিং বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। যদিও সে আশঙ্কা উড়িয়ে দিয়েছেন নির্মল মাজি।

জাতিসংঘ শান্তি নির্মাণ কমিশনের ভাইস-চেয়ার নির্বাচিত বাংলাদেশ
  • ৩০ জানুয়ারি ২০২৬
চীনের সঙ্গে যুক্তরাজ্যের চুক্তিকে ‘অত্যন্ত বিপজ্জনক’ বললেন …
  • ৩০ জানুয়ারি ২০২৬
ফেনী যাচ্ছেন জামায়াত আমির, পাইলট মাঠে জনস্রোত
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভর্তিচ্ছুদের পদচারণায় মুখরিত লাল মাটির ক্যাম্পাস
  • ৩০ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে ১৯৭টি ভোটকেন্দ্র অতিগুরুত্বপূর্ণ, ভোটারদের মধ্যে…
  • ৩০ জানুয়ারি ২০২৬
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ধানের শীষ প্রার্থীর সমর্থক…
  • ৩০ জানুয়ারি ২০২৬