অসহায় ও দুস্থদের কাছে খাদ্য সামগ্রী বিতরণ করল বিসিপিএসসির প্রাক্তন শিক্ষার্থীরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০, ০৫:৩৭ PM , আপডেট: ১৪ এপ্রিল ২০২০, ০৯:৫৮ AM
দেশে চলমান করোনাভাইরাসের এই মহামারী সংকটে হতদরিদ্র ও নিম্ন আয়ের শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করল বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা।
সোমবার (১৩ এপ্রিল) বগুড়ার শেরপুর উপজেলাসহ শহরের বিভিন্ন এলাকায় অসহায় ও দুস্থ ১৭০ পরিবারের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণ করে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা। এসময় মাত্র পাঁচ দিনে শিক্ষার্থীরা মিলে অর্ধলক্ষ টাকা অনুদানের ব্যবস্থা করে তা খাদ্য-সামগ্রী বিতরণের জন্য। এসব খাদ্য-সামগ্রীর মধ্যে ৩ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল, ১টি করে সাবান দেওয়া হয়েছে।
এছাড়াও আসন্ন মাহে রমজানে ২০০টি পরিবারের মাঝে অনুদানের সিদ্ধান্তের কথা জানান জোবায়ের রহমান পমির, কাওসার আবেদীন সেতু, রিদিতা,স্বরূপ, রাব্বিসহ ব্যাচের সকল শিক্ষার্থীরা।
এসময় এ আয়োজকের সমন্বয়ক জোবায়ের রহমান পামির বলেন, দেশের এই মহামারিপূর্ণ দিনে কর্মহীন হয়ে পড়া মানুষরা যাতে করে না খেয়ে থাকে সে প্রয়াসে আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও প্রভাবশালী ব্যক্তিরা এগিয়ে আসলে এসব কর্মসূচির আরও সহজ হয়ে যাবে।