নতুন উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ব্যাপক রদবদল

০৩ জানুয়ারি ২০২৬, ১২:০৫ PM
সরকারের লোগো

সরকারের লোগো © সংগৃহীত ও টিডিসি সম্পাদিত

স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নতুন উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে ব্যাপক রদবদল শুরু হয়েছে। ইতিমধ্যে আগের উপদেষ্টার সময় নিয়োজিত একান্ত সচিবসহ (পিএস) ১৩ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে, এবং আরও কয়েকজনের বদলির সম্ভাবনা রয়েছে। একই সময়ে, আগের উপদেষ্টার সময়ে শুরু হওয়া কিছু প্রকল্পও পুনর্বিন্যাস করা হচ্ছে।

গত বছর অন্তর্বর্তী সরকার গঠনের তিন মাস পর স্থানীয় সরকার উপদেষ্টার দায়িত্ব পান তরুণ নেতৃত্বের অন্যতম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ভোটে অংশগ্রহণের জন্য তিনি ১০ ডিসেম্বর পদত্যাগ করেন। পরদিন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় আদিলুর রহমান খানকে, যিনি গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বেও রয়েছেন।

এরপর দুই সপ্তাহের মধ্যে মন্ত্রণালয়ে একযোগে বড় আকারের রদবদল করা হয়। বদলি করা কর্মকর্তাদের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব ও যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। ১৪ ডিসেম্বর নুরে আলম ও মোহাম্মদ শামীম বেপারীকে পরিকল্পনা বিভাগে পাঠানো হয়। ২৪ ডিসেম্বর আবুল হাসানকে (পিএস) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে বদলি করা হয়। একই সময়ে আরও একাধিক যুগ্ম সচিব ও উপসচিবকে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, অন্য মন্ত্রণালয়ে কর্মরত পাঁচ কর্মকর্তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়েছে। এতে অন্তর্ভুক্ত রয়েছেন অতিরিক্ত সচিব আকনুর রহমান, যুগ্ম সচিব রোকসানা খান ও হোসনা আফরোজা, এবং উপসচিব নজরুল ইসলাম ও আশরাফুল আফসার।

জনপ্রশাসনের অভ্যন্তরে এই একযোগে ব্যাপক রদবদল নিয়ে আলোচনা চলছে। কর্মকর্তাদের একাংশ মনে করছেন, নতুন উপদেষ্টা দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে মন্ত্রণালয়কে তার মতো করে সাজানো স্বাভাবিক প্রক্রিয়া। তবে একটি সূত্র জানিয়েছে, মন্ত্রণালয়ে যাদের বিরুদ্ধে পূর্বে অভিযোগ ছিল, তাদের সরানো হচ্ছে।

স্থানীয় সরকার ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি না হলেও তারা জানিয়েছেন, যারা দীর্ঘদিন গুরুত্বপূর্ণ পদে ছিলেন, তাদেরও বদলি করা হতে পারে। প্রশাসনের অভ্যন্তরীণ সূত্রের মতে, আরও অন্তত পাঁচজন উচ্চপদস্থ কর্মকর্তার বদলি হতে পারে।

আগামী নির্বাচনের ফলাফলে কেন 'প্রভাবক' হয়ে উঠতে পারেন সুইং ভ…
  • ১২ জানুয়ারি ২০২৬
যশোরের বিদেশি অস্ত্রসহ যুবক আটক
  • ১২ জানুয়ারি ২০২৬
মোবাইল ও ইন্টারনেট ব্যবহার করেন না যেসব কারণে
  • ১২ জানুয়ারি ২০২৬
৬০০ টাকা নিয়ে বিরোধে প্রাণ গেল যুবকের
  • ১২ জানুয়ারি ২০২৬
এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ, রোগী দেখতেন দুই জেলায়
  • ১২ জানুয়ারি ২০২৬
জাবিতে ৩য় ও ঢাবিতে ১৬তম: ভর্তি পরীক্ষায় সাফল্য তামীরুল মিল্…
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9