ওসমান হাদি হত্যায় জড়িত সবাইকেই বিচারের আওতায় আনা হবে: নৌ উপদেষ্টা

০২ জানুয়ারি ২০২৬, ১১:৩১ PM
ঝালকাঠির নলছিটিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নৌ উপদেষ্টা

ঝালকাঠির নলছিটিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নৌ উপদেষ্টা © টিডিসি

শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দেশের ভেতরে কিংবা দেশের বাইরে অবস্থানরত প্রত্যেক আসামিকেই আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৪টায় ঝালকাঠির নলছিটিতে ‘শহীদ শরীফ ওসমান হাদি’ নামে লঞ্চ টার্মিনাল উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নৌ উপদেষ্টা বলেন, আমরা এ হত্যাকাণ্ডের বিষয়ে অত্যন্ত সিরিয়াস। প্রয়োজনে পার্শ্ববর্তী দেশ থেকেও আসামিদের ফিরিয়ে এনে বিচার করা হবে। হাদি হত্যার পেছনে যারা রয়েছে, কাউকেই ছাড় দেওয়া হবে না।

তিনি জানান, হাদির মৃত্যুর পরপরই তিনি সিদ্ধান্ত নেন নলছিটির এই গুরুত্বপূর্ণ লঞ্চ টার্মিনালটির নাম শহীদ শরীফ ওসমান হাদির নামে করার। নৌ উপদেষ্টা হিসেবে বিষয়টি তাঁর এখতিয়ারের মধ্যে থাকায় তিনি দ্রুতই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করেন।

এম সাখাওয়াত হোসেন বলেন, নলছিটির মানুষের জন্য এই লঞ্চঘাট একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র। তাই এটি যেন অন্য কোনো নামে নামকরণ না হয় এবং স্থায়ীভাবে শহীদ হাদির নামেই থাকে, সেই উদ্দেশ্যেই তিনি নিজে এখানে উপস্থিত হয়েছেন।

তিনি আরও বলেন, ওসমান হাদি শুধু একটি এলাকার নয়, তিনি দেশের ও বিশ্বের সম্পদ। জনগণের ব্যবহারের একটি গুরুত্বপূর্ণ স্থাপনার সঙ্গে তাঁর নাম যুক্ত থাকলে ভবিষ্যৎ প্রজন্ম তাঁর আত্মত্যাগের ইতিহাস জানতে পারবে।

রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে নৌ উপদেষ্টা বলেন, দেশে যেন আর কখনো ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে, তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করতে হবে।

হাদি হত্যার বিচার প্রসঙ্গে তিনি বলেন, এ ঘটনায় ইতোমধ্যে কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। যারা এখনও পলাতক, তারা দেশে কিংবা দেশের বাইরে যেখানেই থাকুক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে তাদের আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, প্রতিদিন শত শত মানুষ এই লঞ্চঘাট ব্যবহার করে। এমন একটি বড় স্থাপনার নাম হাদির নামে রাখার মাধ্যমে তার আত্মত্যাগকে চিরস্মরণীয় করা হয়েছে। হাদি এখন শুধু দেশের মধ্যেই নয়, দেশের বাইরেও পরিচিত একটি নাম। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন আন্দোলন-সংগ্রামে তার নাম উচ্চারিত হবে।

নৌ উপদেষ্টা আরও বলেন, হাদি সততা ও নিষ্ঠার জন্য নিজের জীবন দিয়েছেন। সেই আদর্শ যদি আমরা বাস্তবায়ন করতে না পারি, তাহলে তা হবে তার রক্তের সঙ্গে বেইমানি।

তিনি জানান, হত্যাকাণ্ডের তদন্ত ও গ্রেপ্তার সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে রয়েছে। এ বিষয়ে তিনি বিস্তারিত মন্তব্য করতে পারছেন না।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মিজানুর রহমান, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোবায়ের হাবিব, শহীদ ওসমান হাদির ছোট বোন মাসুমা হাদি, দুলাভাই মো. আমির হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠান শেষে নলছিটি মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা আতিকুর রহমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

 

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল চলাকালে গ্রেপ্তার ৭
  • ০৫ জানুয়ারি ২০২৬
নাইজেরিয়ায় নৌকা ডুবে নিহত ২৬
  • ০৫ জানুয়ারি ২০২৬
ঝালকাঠিতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি আটক
  • ০৫ জানুয়ারি ২০২৬
শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ, আজ সূর্যের আলো দেখা যাবে কিনা জানা…
  • ০৫ জানুয়ারি ২০২৬
চবির ডি-১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়বেন ৩৫ …
  • ০৫ জানুয়ারি ২০২৬
দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ
  • ০৫ জানুয়ারি ২০২৬