তিনদিনের রাষ্ট্রীয় শোকের প্রজ্ঞাপন জারি, সব প্রতিষ্ঠানে কী কী করা হবে জানাল সরকার

বাংলাদেশ সরকারের লোগো
বাংলাদেশ সরকারের লোগো  © সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া  মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের এই আপসহীন নেত্রীর প্রয়াণে সরকার গভীর শোক প্রকাশ করেছে।

প্রজ্ঞাপনে শোক পালনকালীন সময়ে রাষ্ট্রীয় কর্মসূচি ও বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনাগুলো স্পষ্টভাবে জানানো হয়েছে:

জাতীয় পতাকা অর্ধনমিত: তিন দিনের রাষ্ট্রীয় শোক চলাকালীন বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

বিশেষ দোয়া ও প্রার্থনা: মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আগামী শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) দেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া অন্যান্য ধর্মীয় উপাসনালয় ও প্রতিষ্ঠানেও তাঁর আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে।

সাধারণ ছুটি: এর আগে প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে বেগম খালেদা জিয়ার জানাজার দিন অর্থাৎ বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছেন।

উল্লেখ্য, আজ মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বেগম খালেদা জিয়া। তাঁর এই প্রয়াণে দেশজুড়ে শোকের আবহ বিরাজ করছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!