রাখাইনের হাসপাতালে বোমা হামলার নিন্দা বাংলাদেশের

১৪ ডিসেম্বর ২০২৫, ০৬:১৪ AM
সেনাবাহিনী

সেনাবাহিনী © সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে সাম্প্রতিক বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ এবং একই সঙ্গে সেখানে সহিংসতা বৃদ্ধি ও আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। 

বিবৃতিতে বলা হয়, রাখাইনের একটি হাসপাতালে বোমা হামলার নিন্দা জানাচ্ছে বাংলাদেশ এবং সাম্প্রতিক সময়ে রাখাইনে সহিংসতা ও আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঘটনায় দেশটি উদ্বিগ্ন। 

খবর অনুযায়ী, গত বুধবার রাতে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন রাখাইনের ম্রাউক-উ শহরের জেনারেল হাসপাতালে বিমান হামলা চালানো হয়, যাতে অন্তত ৩৪ জন রোগী ও চিকিৎসক নিহত এবং ৮০ জনের বেশি মানুষ আহত হন বলে বিবিসি জানিয়েছে।

রয়টার্সকে আরাকান আর্মির এক মুখপাত্র জানান, সরাসরি বোমা আঘাত হানায় হাসপাতালটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে, যার ফলে হতাহতের সংখ্যা বেশি হয়েছে। এ ঘটনায় মিয়ানমারের সামরিক বাহিনী এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি, তবে জান্তা সরকারের দাবি হামলার শিকার হওয়া হাসপাতালটি সশস্ত্র গোষ্ঠীগুলো ব্যবহার করছিল।

বিবৃতিতে বাংলাদেশ সরকার সব বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়ে রোহিঙ্গা ও রাখাইন সম্প্রদায়সহ সব জনগোষ্ঠীকে সহিংসতা থেকে রক্ষা করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে রাখাইনের চলমান সংঘাত বাংলাদেশের সীমান্ত এলাকাতেও প্রভাব ফেলছে বলে উল্লেখ করে জানানো হয়, টেকনাফ সীমান্তে গোলাগুলির আঘাতে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ওসমান হাদি খুনের সঙ্গে রাষ্ট্রযন্ত্র জড়িত, এই চার্জশিট মান…
  • ০৭ জানুয়ারি ২০২৬
শীতের তীব্রতা কবে কমবে, জানাল আবহাওয়া অফিস
  • ০৭ জানুয়ারি ২০২৬
রাতের আঁধারে অবৈধভাবে মাটি উত্তোলন, দেড় লাখ টাকা জরিমানা
  • ০৭ জানুয়ারি ২০২৬
১৫ জানুয়ারির পর যৌথ বাহিনীর অভিযান জোরদার হবে: ইসি সানাউল্ল…
  • ০৭ জানুয়ারি ২০২৬
রাজধানীতে বিদেশি অস্ত্রসহ ৪ সন্ত্রাসী গ্রেপ্তার
  • ০৭ জানুয়ারি ২০২৬
ন্যায় বিচারের আশায় আজও দিন গুনছে পরিবার
  • ০৭ জানুয়ারি ২০২৬