অবশেষে গেজেটভুক্ত হলেন ১৭তম বিজেএসে বাদ পড়া সেই ১৩ প্রার্থী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়  © সংগৃহীত

অবশেষে গেজেটভুক্ত হলেন ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় উত্তীর্ণ সেই ১৩ প্রার্থী। সোমবার (৮ ডিসেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ২৮ জুলাইয়ের ১০.০৩.০০০০,০০১.৩১.০০৬.১৭-৩০৪ নম্বর স্মারকে দেওয়া সুপারিশ অনুযায়ী সপ্তদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা ২০২৪-এর মাধ্যমে নির্বাচিত ১৩ জন প্রার্থীকে কমিশন নির্ধারিত মেধাক্রম বজায় রেখে এবং প্রাক-পরিচয় যাচাই প্রক্রিয়া চলমান থাকা সাপেক্ষে সিভিল জজ পদে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্তদেরকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬ অনুযায়ী ৬ষ্ঠ গ্রেডের ৩০৯৩৫–৬৪৪৩০ টাকার বেতনক্রমে নিয়োগ প্রদান করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদেরকে বিজ্ঞপ্তিতে উল্লেখিত কর্মস্থলে সিভিল জজ (শিক্ষানবিশ) হিসেবে পদায়ন করা হয়েছে।

উল্লেখ্য ২০২৪ সালের অক্টোবর মাসে ১ হাজার নম্বরের বিজেএস লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা সম্পন্ন করে ২৩ ফেব্রুয়ারি বিজেএসে মোট ১০২ জনকে সুপারিশ করে। তবে গত ২৭ নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে কেবল ৮৮ জনকে সিভিল জজ (শিক্ষানবিশ) হিসেবে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করা হয়।

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence