রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: সিইসি

আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলনে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ
আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলনে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ  © সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ এজেন্ডা নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ সংলাপ শুরু হয়। এ সময় সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তফসিল ঘোষণার পর কোথাও অনিয়ম দেখা গেলে নির্বাচন কমিশন সর্বোচ্চ ব্যবস্থা নেবে।

রাজনৈতিক দলগুলোকে নির্বাচনি প্রচারণায় লাগানো পোস্টার সরিয়ে নেয়ার অনুরোধ জানিয়েছেন তিনি বলেন, ঢাকা শহরে এরইমধ্যে নির্বাচনি প্রচারণার পোস্টারে ছেয়ে গেছে। এ ধরনের পোস্টার আমরা অনুমতি করব না। দয়া করে এসব পোস্টার সরিয়ে নিন। ভদ্রভাবে নিজেদেরগুলো নিজেরাই সরিয়ে ফেলুন। আশা করি, কেউ নতুন করে পোস্টার লাগাবেন না।

আরও পড়ুন : বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অভিন্ন গ্রেডিং ও ক্রেডিট ট্রান্সফার বাধ্যতামূলক হচ্ছে

তিনি আরও বলেন, 'নির্বাচনে খেলবে রাজনৈতিক দলগুলো, আমরা থাকব নিরপেক্ষ রেফারি হিসেবে। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে আমরা জাতির কাছে অঙ্গীকারবদ্ধ।

সংলাপের প্রথম দিন প্রথম পর্বে সংলাপে অংশ নেওয়া ৬টি রাজনৈতিক দল হলো- লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। 


সর্বশেষ সংবাদ