জুলাই সনদ বাস্তবায়নের ‘চূড়ান্ত রোডম্যাপ’ শুক্রবারের মধ্যে: আলী রীয়াজ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৯:৩২ PM
জুলাই সনদ বাস্তবায়নের ‘চূড়ান্ত রোডম্যাপ’ শুক্রবারের মধ্যে সরকারের কাছে দিতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। বুধবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনার শুরুতে এ কথা জানান তিনি।
আলী রীয়াজ বলেন, আলোচনায় যে অগ্রগতি হয়েছে, বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে একটি ধাপ হিসেবে আমরা এক জায়গায় আসতে পেরেছি। আমরা মনে করি, আলোচনার মধ্যে বাকি যে অংশগুলো আছে, সেগুলো নিষ্পত্তি করতে পারব।’
আরও পড়ুন: এসি তো পরের কথা, বুয়েটের ক্লাসরুমগুলোতে যথেষ্ট ফ্যানই নাই: আবরার ফাইয়াজ
যদি প্রয়োজন হয়, আরও একদিন, বড় জোর দুদিন ব্যয় করতে পারবেন জানিয়ে তিনি বলেন, ‘১০ তারিখের মধ্যে আমরা সরকারের কাছে সুনির্দিষ্ট সুপারিশ দিতে চাই। আশা করছি, সেটা দিতে পারবো। আমরা চাই, ১৫-১৬ অক্টোবরের মধ্যে যাতে আনুষ্ঠানিকভাবে জাতীয় সনদে স্বাক্ষরের একটা অনুষ্ঠান করতে পারি।