মিরপুর মডেল একাডেমিতে জুলাই শহীদ আহনাফের নামে গ্রন্থাগার 

জুলাই শহীদ আহনাফের নামে গ্রন্থাগার উদ্বোধন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ
জুলাই শহীদ আহনাফের নামে গ্রন্থাগার উদ্বোধন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ  © সংগৃহীত

রাজধানীর মিরপুর মডেল একাডেমির ভবনে জুলাই শহীদ আহনাফের নামে গ্রন্থাগার উদ্বোধন করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (৬ সেপ্টেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। 

পোস্টে বলা হয়, ‘একদিন আমি এমন কিছু করব, তোমরা আমার জন্য গর্বিত হবে।’ স্বপ্নদ্রষ্টা তরুণ শহীদ আহনাফ প্রায়শই তার মাকে এভাবেই বলতেন। তিনি গর্বিত করলেন, শুধু তার মাকে নয়, পুরো বাংলাদেশকে।’

এতে আরও বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট, রাজধানীর মিরপুর-১০ এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে আহনাফ পুলিশের গুলিতে শহীদ হন। তিনি ছিলেন স্বপ্নদ্রষ্টা এক তরুণ, যিনি বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেই নিজের জীবন উৎসর্গ করেন। তার আত্মত্যাগ তাৎক্ষণিকভাবে আন্দোলনের গতি ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!