ফিজিক্যাল ফিটনেস না থাকলে হজে যেতে দেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০১:৪৫ PM , আপডেট: ১৫ আগস্ট ২০২৫, ১১:০২ AM
অন্তর্বর্তী সরকারে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘আগামী বছর থেকে হজযাত্রা কঠোরভাবে মনিটরিং করা হবে। একইসঙ্গে গুরুতর অসুস্থ কাউকে হজে যেতে দেওয়া হবে না। হাবের সঙ্গে পরামর্শক্রমে ফিজিক্যাল ফিটনেস না থাকলে তাকে হজে নেব না।’
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘হজ ও ওমরাহ মেলা’ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘হজযাত্রীদের বিমান ভাড়া কমানো নিয়ে কাজ শুরু করেছি। এ বিষয়ে বিমানের সঙ্গে কথা বলা হবে।’
তিনি বলেন, ‘ধর্ম মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী হজ এজেন্সির সাথে কোনো আর্থিক লেনদেনে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমার মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী যদি হজ-ওমরাহ নিয়ে এক টাকা ঘুষ খায়, আমরা তাকে ফাঁসিতে ঝোলাবো।’
তিনি আরও বলেন, ‘অনেক এজেন্সি এবং সংশ্লিষ্ট লোকজন ভাবমূর্তি নষ্ট করছেন। নিষ্ক্রিয় এজেন্সিগুলোকে সরকার বাদ দেওয়ার কথা ভাবছে।’