‘মুহূর্তের মধ্যে এয়ারপোর্টের সিসিটিভি ফুটেজ বিদেশে অবস্থানরত কারও হাতে’— হতবাক আসিফ

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া  © সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (৩০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

তিনি লিখেছেন, ‘গতকালকের ঘটনায় এটা বুঝতে পারলাম যে, পিস্তল কেন, মিসাইল সঙ্গে রাখলেও আমি, আপনি—কেউই নিরাপদ নই। যেভাবে মুহূর্তের মধ্যেই দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ একটি এজেন্সির মাধ্যমে বিদেশে অবস্থানরত কারও হাতে পৌঁছে গেল, তা রীতিমতো ভয়ংকর।’

আসিফ আরও লেখেন, ‘বিমানবন্দরের মতো স্পর্শকাতর স্থাপনার তথ্য যদি বিদেশে পাচার হয়ে যেতে পারে, তাহলে এরা চাইলে যেকোনো দেশি বা বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী, গুপ্তহত্যাকারী কিংবা বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে আমাদের রিয়েল-টাইম লোকেশন, শিডিউল, গোপন তথ্য ইত্যাদি অর্থ বা স্বার্থের বিনিময়ে পাচার করে দিতে পারে।’

নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘আমি সরকারে আছি। আমার সাথেই যদি এমন ঘটনা ঘটতে পারে, তাহলে সাধারণ নাগরিকদের জন্য পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে, তা সহজেই অনুমেয়।’

তিনি অভিযোগ করেন, ‘যাদের দায়িত্ব শত্রুর ওপর নজরদারি করে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা, তারা এখন নিজেদের সব শক্তি ও জনগণের অর্থ ব্যয় করছে দেশের নাগরিকদের ওপর নজরদারিতে, টার্গেটেড চরিত্রহননে। লেজিট কিছু না পেয়ে উদ্ভট ও হাস্যকর বিষয় নিয়ে আক্রমণ করছে।’

সরকারের সমালোচনায় তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে গণ-অভ্যুত্থানের কিছু তথাকথিত অংশীজন এবং হাসিন পুত্রের বক্তব্যে এখন আর কোনো পার্থক্য থাকছে না।’

তবে তিনি আশাবাদও ব্যক্ত করেন, ‘বাংলাদেশের জনগণ এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সচেতন। গণ-অভ্যুত্থানের নেতৃত্বের সঙ্গে যদি অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে, তাহলে কারা ঘটিয়েছে, তা কারো বুঝতে বাকি থাকার কথা নয়।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence