নতুন দুই দিবস ঘোষণা সরকারের

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো  © টিডিসি সম্পাদিত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের সূচনাদিবস ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ এবং আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত ছাত্র আবু সাঈদের স্মরণে ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে সরকার।

বুধবার (২৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক দুটি পরিপত্র জারি করে দিবস দুটির সরকারি স্বীকৃতি দেওয়া হয়।

পরিপত্রে বলা হয়, প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় দিবস দুটি পালনে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

জানা গেছে, দিবস দুটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!