লন্ডনে চার দিনের সফরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ইউনূস

১০ জুন ২০২৫, ০১:০৪ PM , আপডেট: ১০ জুন ২০২৫, ০৬:২৩ PM
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস © সংগৃহীত

চার দিনের সরকারি সফরে লন্ডনে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১০ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

এর আগে সোমবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি ঢাকা ছাড়েন। সফরসঙ্গী হিসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন।

এই সফরের অন্যতম গুরুত্ব হচ্ছে প্রধান উপদেষ্টার যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ ও 'কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড' গ্রহণ। আগামী ১২ জুন বাকিংহাম প্রাসাদে রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি এবং বিকেলে সেন্ট জেমস প্রাসাদে আনুষ্ঠানিকভাবে রাজা চার্লসের হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন।

এছাড়া, সফরের অংশ হিসেবে ১১ জুন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি তিনি চ্যাথাম হাউজ আয়োজিত এক সংলাপে অংশ নেবেন।

ঢাকা-লন্ডন কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই সফরে দুই দেশের মধ্যে অর্থ পাচার প্রতিরোধ, বিনিয়োগ, রোহিঙ্গা সংকট ও দ্বিপক্ষীয় বাণিজ্য উন্নয়নসহ নানা বিষয়ে আলোচনা হবে। বিশেষ করে বিগত সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিদের যুক্তরাজ্যে অবস্থান এবং সেখানে অর্থ ও সম্পদ বিনিয়োগের প্রেক্ষাপটে, পাচার হওয়া অর্থ ফেরত আনার ইস্যুটি ঢাকার পক্ষে জোরালোভাবে উত্থাপন করার সম্ভাবনা রয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে টিউলিপ সিদ্দিকসহ একাধিক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে, যাদের মধ্যে অনেকে যুক্তরাজ্যে সম্পত্তি কিনেছেন বলে সরকারের কাছে তথ্য রয়েছে।

এ প্রেক্ষাপটে যুক্তরাজ্য সরকারের সহায়তা চাওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। একই সঙ্গে, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, নির্বাচন, ২০২৪ সালের জুলাই-আগস্টের সহিংসতা ও সেসবের বিচার নিয়ে চলমান সরকারের বিভিন্ন উদ্যোগে যুক্তরাজ্যের সমর্থন চাওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

সফরে ব্রিটেন তাদের দেওয়া পুরনো একটি প্রস্তাবের বিষয়টিও আবার তুলতে পারে। বিগত সরকারের সময়ে ইউরোপীয় কোম্পানি এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের অংশ হিসেবে ব্রিটেন বাংলাদেশকে ৪টি উড়োজাহাজ কেনার প্রস্তাব দিয়েছিল। যদিও রাজনৈতিক পরিবর্তনের কারণে আলোচনাগুলো থেমে যায়, এবার সফরে বিষয়টি আবার আলোচনায় আসতে পারে।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর তিনি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফর করেন। এরপর নভেম্বরে আজারবাইজানের কপ-২৯ সম্মেলন, ডিসেম্বরে মিশরে ডি-৮ সম্মেলন, জানুয়ারিতে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, মার্চে চীন, এপ্রিলে থাইল্যান্ড, কাতার ও ভ্যাটিকান সফর করেছেন তিনি। সর্বশেষ গত মাসের শেষ দিকে ড. ইউনূস জাপান সফর সম্পন্ন করেন।

যুক্তরাষ্ট্রে নির্বাসিত ইরানের রেজা পাহলভি আসলে কে?
  • ১০ জানুয়ারি ২০২৬
সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নেই, প্রশাসন একদিকে ঝুঁকে …
  • ১০ জানুয়ারি ২০২৬
ইরানের বিক্ষোভ আরও কঠোরভাবে দমনের হুঁশিয়ারি সর্বোচ্চ নেতার
  • ১০ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত হল যেকারণে
  • ১০ জানুয়ারি ২০২৬
ঢাবিতে জয়পুরহাট স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে অনিক, …
  • ১০ জানুয়ারি ২০২৬
মাওলানা ভাসানীর ঘনিষ্ঠ সহচর শিক্ষাবিদ ইরফানুল বারী আর নেই
  • ১০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9