সচিবালয় ‘অচল’ করে দেওয়ার হুঁশিয়ারি কর্মচারী নেতাদের

২৬ মে ২০২৫, ১১:৫৫ AM , আপডেট: ২৮ মে ২০২৫, ০৯:২৬ AM
সচিবালয়ের কর্মচারীরা দপ্তর ছেড়ে নিচে নেমে বিক্ষোভ করছেন

সচিবালয়ের কর্মচারীরা দপ্তর ছেড়ে নিচে নেমে বিক্ষোভ করছেন © টিডিসি

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর গেজেট বাতিল না করা হলে সচিবালয় অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সচিবালয় সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী পরিষদ।

আজ সোমবার (২৬ মে) বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে এ হুঁশিয়ারি দেন সংগঠনের সভাপতি মো. বদিউল কবীর এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘আমরা এ কালো আইন মানি না। আজকের মধ্যে এ আইনের গেজেট বাতিল করতে হবে। তা হলে আমরা সচিবালয়ের এমন অবস্থা করব যে আর কেউ সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না।’

আর আগে আজ বেলা ১১টার দিকে সচিবালয়ের ভেতরে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে বিক্ষোভ শুরু হয়। কর্মসূচিতে প্রায় ৩০০ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত রয়েছেন।

বিক্ষোভে ‘অবৈধ কালো আইন, মানি না মানব না’; ‘আপস না সংগ্রাম, সংগ্রাম’; ‘জেগেছে রে জেগেছে কর্মচারী জেগেছে’; ‘সচিবালয়ের কর্মচারী এক হও, লড়াই করো’সহ বিভিন্ন স্লোগান দেন।

আরও পড়ুন: যবিপ্রবি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না বরখাস্ত শিক্ষক-কর্মকর্তারা

কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, সাড়ে চার দশক আগের বিশেষ বিধানের কিছু ‘নিবর্তনমূলক ধারা’ সংযোজন করে অধ্যাদেশের খসড়াটি করা হয়েছে। এর মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সহজেই শাস্তি, এমনকি চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ তৈরি করা হয়েছে। অধ্যাদেশের খসড়াটিকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক আখ্যায়িত করে তা পুনর্বিবেচনারও দাবি জানিয়েছেন তারা। 

বৃহস্পতিবার (২২ মে)  অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে  সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। শনিবার (২৪ মে) থেকে এ আইন বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু করেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

ট্যাগ: সচিবালয়
বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক সনাতনী ধর্মাবলম্বী
  • ২৭ জানুয়ারি ২০২৬
রংপুর মহানগর যুবদলের শীর্ষ তিন নেতাকে শোকজ
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাহাজ্জুদের পর ভোটকেন্দ্র দখল-সীল মারার পরিকল্পনা করছে একটি…
  • ২৭ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশী সাংবাদিকদের এক্রিডিটেশন দেয়নি আইসিসি
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঢাবিতে নৈতিক ও মানবিক মূল্যবোধ বিষয়ক কোর্স চালুর ব্যাপারে ম…
  • ২৬ জানুয়ারি ২০২৬