সচিবালয় ‘অচল’ করে দেওয়ার হুঁশিয়ারি কর্মচারী নেতাদের

২৬ মে ২০২৫, ১১:৫৫ AM , আপডেট: ২৮ মে ২০২৫, ০৯:২৬ AM
সচিবালয়ের কর্মচারীরা দপ্তর ছেড়ে নিচে নেমে বিক্ষোভ করছেন

সচিবালয়ের কর্মচারীরা দপ্তর ছেড়ে নিচে নেমে বিক্ষোভ করছেন © টিডিসি

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর গেজেট বাতিল না করা হলে সচিবালয় অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সচিবালয় সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী পরিষদ।

আজ সোমবার (২৬ মে) বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে এ হুঁশিয়ারি দেন সংগঠনের সভাপতি মো. বদিউল কবীর এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘আমরা এ কালো আইন মানি না। আজকের মধ্যে এ আইনের গেজেট বাতিল করতে হবে। তা হলে আমরা সচিবালয়ের এমন অবস্থা করব যে আর কেউ সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না।’

আর আগে আজ বেলা ১১টার দিকে সচিবালয়ের ভেতরে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে বিক্ষোভ শুরু হয়। কর্মসূচিতে প্রায় ৩০০ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত রয়েছেন।

বিক্ষোভে ‘অবৈধ কালো আইন, মানি না মানব না’; ‘আপস না সংগ্রাম, সংগ্রাম’; ‘জেগেছে রে জেগেছে কর্মচারী জেগেছে’; ‘সচিবালয়ের কর্মচারী এক হও, লড়াই করো’সহ বিভিন্ন স্লোগান দেন।

আরও পড়ুন: যবিপ্রবি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না বরখাস্ত শিক্ষক-কর্মকর্তারা

কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, সাড়ে চার দশক আগের বিশেষ বিধানের কিছু ‘নিবর্তনমূলক ধারা’ সংযোজন করে অধ্যাদেশের খসড়াটি করা হয়েছে। এর মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সহজেই শাস্তি, এমনকি চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ তৈরি করা হয়েছে। অধ্যাদেশের খসড়াটিকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক আখ্যায়িত করে তা পুনর্বিবেচনারও দাবি জানিয়েছেন তারা। 

বৃহস্পতিবার (২২ মে)  অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে  সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। শনিবার (২৪ মে) থেকে এ আইন বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু করেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

ট্যাগ: সচিবালয়
পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর টিকটক ভিডিও, চাকরি থেকে …
  • ০২ জানুয়ারি ২০২৬
আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি বন্ধের নি…
  • ০২ জানুয়ারি ২০২৬
বিটিআরসি ভবনে হামলা-ভাংচুরের ঘটনার ব্যাখ্যা দিয়ে ব্যবসায়ীদে…
  • ০২ জানুয়ারি ২০২৬
জকসু আয়োজন নিয়ে সরকার ও প্রশাসনকে কড়া হুঁশিয়ারি শিবির সভাপত…
  • ০২ জানুয়ারি ২০২৬
স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাইয়ে গিয়ে আ. লীগ নেতা আ…
  • ০২ জানুয়ারি ২০২৬
গভীর সমুদ্রে ডাকাতের কবলে ১০ জেলে, সব লুট হওয়ার পর কোস্ট গা…
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!