বিকল ট্রলারে ৫ দিন সাগরে ভাসমান, ৯৯৯ নম্বরে ফোনে উদ্ধার ১২ জেলে

২৫ মার্চ ২০২৫, ০৩:৩৭ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৪৩ PM
১২ জেলে উদ্ধার করল পুলিশ

১২ জেলে উদ্ধার করল পুলিশ © সংগৃহীত

মাছ ধরতে গিয়ে সাগরে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়া জেলেদের উদ্ধার করলো পুলিশ। আজ মঙ্গলবার (২৫ মার্চ) জাতীয় জরুরি সেবার (৯৯৯) গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এক প্রেস বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামের বাঁশখালী থেকে মাছ ধরতে গিয়ে সাগরে বিপদে পড়েছিলেন ১২ জন জেলে। গত ১৭ মার্চ (সোমবার) ফিশিং ট্রলার নিয়ে যাত্রা করলেও, পরদিন ১৮ মার্চ (মঙ্গলবার) রাতেই ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর টানা ৫ দিন গভীর সমুদ্রে ভাসতে থাকেন তারা, কিন্তু মোবাইল নেটওয়ার্ক না থাকায় কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি।  

পরে ২৩ মার্চ (রবিবার) রাতে মোবাইল নেটওয়ার্ক পেয়ে মো. হাসান নামে এক জেলে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। কলটি রিসিভ করেন কনস্টেবল লিটন মিয়া। সঙ্গে সঙ্গে কক্সবাজার কোস্টগার্ড নিয়ন্ত্রণ কক্ষ, মহেশখালী থানা ও মহেশখালী নৌ-পুলিশকে বিষয়টি জানান তিনি। উদ্ধারের দায়িত্বে ছিলেন ৯৯৯ ডিসপাচার এএসআই লোকমান হোসেন ও এএসআই সিরাজুল ইসলাম।

সাগরে নির্দিষ্ট অবস্থান জানাতে না পারায় উদ্ধার কাজে কিছুটা বিলম্ব হলেও, অবশেষে কক্সবাজার কোস্টগার্ডের একটি দল ট্রলারটির অবস্থান শনাক্ত করে। উপকূল থেকে প্রায় ৩৫ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের ‘সোনাদিয়ার পেট’ এলাকা থেকে ২৪ মার্চ সকালে ১২ জেলেকে উদ্ধার করা হয়। পরে ট্রলারসহ নিরাপদে উপকূলে ফিরিয়ে আনা হয় তাদের।

সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচন যেন অযৌক্তিক নাটকীয়তার মঞ্চে পরিণত না হয়: মাহাদি আ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
পে স্কেল নিয়ে জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে কর্মসূ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ডাকসুর চার মাসের জবাবদিহিতা: জাতীয় রাজনীতির ছোট মডেল
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচনী গান মানুষের হৃদয়ে পৌঁছাবে, গণআন্দোলনের শক্তি হবে …
  • ২৭ জানুয়ারি ২০২৬