চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ © সংগৃহীত
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) বিভিন্ন পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী শুক্রবার (৯ জানুয়ারি) এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত ৩০ ডিসেম্বর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব রবীন্দ্র চাকমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
সহকারী প্রকৌশলী, সহকারী প্রোগ্রামার, সহকারী স্থপতি, স্টাফ অফিসার, জনসংযোগ কর্মকর্তা, জিআইএস অপারেটর পদের লিখিত পরীক্ষা হবে নির্ধারিত দিনে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, পদগুলোর লিখিত পরীক্ষা আগামী শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর পল্লবীতে অবস্থিত এমডিসি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রাণিসম্পদ অধিদপ্তরে, পদ ৪৮৩, সময় বাড়ল আবেদনের
সংশ্লিষ্ট প্রার্থীদের অনুকূলে বর্তমান ঠিকানায় ডাকযোগে প্রবেশপত্র পাঠানো হয়েছে। যেসব প্রার্থী বরাবর প্রবেশপত্র যথাসময়ে পৌঁছাইনি, সেসব প্রার্থী আগামী ৮ জানুয়ারি বিকেল ৪টার মধ্যে সিডিএ কার্যালয় থেকে বিকল্প প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।
লিখিত পরীক্ষার সময়সূচিবিষয়ক বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।