ইন্টার্নশিপের সুযোগ অর্থ মন্ত্রণালয়ে, থাকছে মাসিক ভাতা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৯:৩৩ PM
অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে ২০ জনকে ২০২৩ সালের ইন্টার্নশিপ নীতিমালা অনুযায়ী ইন্টার্ন নিয়োগ দেবে। এ লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। শিক্ষার্থীদের ৩ মাস মেয়াদে নিয়োগ দেওয়া হবে। ইন্টার্নশিপ চলাকালে মাসিক ১০ হাজার টাকা হারে ইন্টার্নশিপ ভাতা দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ২০ নভেম্বর ২০২৫।
ইংরেজি বা আন্তর্জাতিক সম্পর্ক বা হিসাববিজ্ঞান বা ফাইন্যান্স বা ব্যাংকিং বা অর্থনীতি বা বাণিজ্যিক ভূগোল বা গণিত বা পরিবেশবিজ্ঞান বা জলবায়ু পরিবর্তন বা ব্যবসায় প্রশাসন বা ব্যবস্থাপনা বা লোকপ্রশাসন বা জনপ্রশাসন বা পাবলিক পলিসি বা উন্নয়ন সহযোগিতা ইত্যাদি বিষয়ের ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
মাসিক ভাতা
ইন্টার্নশিপ চলাকালে মাসিক ১০ হাজার টাকা হারে ইন্টার্নশিপ ভাতা দেওয়া হবে।
আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি কারিগরি শিক্ষা অধিদপ্তরে, পদ ২১৮, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও
আবেদনের যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতকোত্তর/সমমান পরীক্ষায় উত্তীর্ণ অথবা বর্ণিত পরীক্ষায় অবতীর্ণ (অ্যাপিয়ার্ড) হতে হবে। অবতীর্ণ প্রার্থীকে পরীক্ষায় অবতীর্ণ মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র জমা দিতে হবে। স্নাতক/স্নাতকোত্তর/সমমান ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের ২০ নভেম্বর ২০২৫ তারিখে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। ইন্টার্নশিপ নীতিমালা, ২০২৩–এর অধীন একজন প্রার্থী শুধু একবার ইন্টার্নশিপ করতে পারবেন।
আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে, পদ ১০১, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ সময়: আগামী ২০ নভেম্বর ২০২৫, বিকেল ৫টা;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখাানে ক্লিক করুন।
সূত্র: অর্থ মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট