ঢাকা জেলা পরিষদে চাকরি, আবেদন ডাকযোগে
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০২:৩০ PM
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগের আওতাধীন ঢাকা জেলা পরিষদ। প্রতিষ্ঠানটি ১৯ ও ২০তম গ্রেডে ২ পদে ২ কর্মী নিয়োগে ২৩ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ নভেম্বরের মধ্যে ডাকযোগে আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ঢাকা জেলা পরিষদ;
১. পদের নাম: বার্তাবাহক;
পদসংখ্যা: ১টি;
বেতন: ৮,৫০০–২০,৫৭০ টাকা (গ্রেড-১৯);
আবেদনের যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
আরও পড়ুন: ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, পদ ১২, আবেদন অনলাইনে
২. পদের নাম: প্রহরী;
পদসংখ্যা: ১টি;
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০);
আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে;
আরও পড়ুন: মোংলা বন্দর কর্তৃপক্ষে বড় নিয়োগ, পদ ১১৩, নেবে কর্মকর্তা-কর্মচারী
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম ডাউনলোড করে তা পূরণের পর সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে পারবেন।
আবেদন ফি—
সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে ‘প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, ঢাকা’ এর অনুকূলে ৫০ টাকার পে–অর্ডার/ব্যাংক ড্রাফট পরীক্ষার ফি বাবদ জমা দিতে হবে। পে–অর্ডার/ব্যাংক ড্রাফটের মূলকপি আবেদনপত্রের সঙ্গে অবশ্যই সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, ঢাকা বরাবর আবেদনপত্র ডাকযোগে পৌঁছাতে হবে। আবেদনপত্রের খামের ওপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ২০ নভেম্বর ২০২৫;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: ঢাকা জেলা পরিষদের অফিশিয়াল ওয়েবসাইট