বাংলাদেশ পুলিশ কনস্টেবল নেবে ২০০০, কোন জেলায় কত পদ

১৩ এপ্রিল ২০২৫, ০৬:১৯ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:২৭ AM
বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও শারীরিক সহনশীলতা পরীক্ষা নিজ নিজ জেলার পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত হবে

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও শারীরিক সহনশীলতা পরীক্ষা নিজ নিজ জেলার পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত হবে © সংগৃহীত

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৬৪ জেলা থেকে ২ হাজার প্রার্থী নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে। বাংলাদেশ পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলাভিত্তিক শূন্য পদ অনুসারে সবচেয়ে বেশি (১৬৭ জন) প্রার্থী নেওয়া হবে ঢাকা জেলা থেকে। এরপর দ্বিতীয় সর্বোচ্চ (১০৬ জন) নেওয়া হবে চট্টগ্রাম জেলা থেকে।

এ ছাড়া গাজীপুর জেলা থেকে ৪৭ জন, মানিকগঞ্জ ১৯, মুন্সিগঞ্জ ২০, নারায়ণগঞ্জ ৪১, নরসিংদী ৩১, ফরিদপুর ২৭, গোপালগঞ্জ ১৬, মাদারীপুর ১৬, রাজবাড়ী ১৫, শরীয়তপুর ১৬, কিশোরগঞ্জ ৪১, টাঙ্গাইল ৫০, ময়মনসিংহ ৭১, জামালপুর ৩২, নেত্রকোনা ৩১, শেরপুর ১৯, বান্দরবান ৫ এবং কক্সবাজার থেকে নেওয়া হবে ৩২ জন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে নেওয়া হবে ৩৯ জন, চাঁদপুর ৩৪, কুমিল্লা ৭৫, খাগড়াছড়ি ৯, ফেনী ২০, লক্ষ্মীপুর ২৪, নোয়াখালী ৪৩, রাঙামাটি ৮, রাজশাহী ৩৬, জয়পুরহাট ১৩, পাবনা ৩৫, সিরাজগঞ্জ ৪৩, নওগাঁ ৩৬, নাটোর ২৪, চাঁপাইনবাবগঞ্জ ২৩, বগুড়া ৪৭, রংপুর ৪০, দিনাজপুর ৪২, গাইবান্ধা ৩৩, কুড়িগ্রাম ২৯, লালমনিরহাট ১৭, নীলফামারী ২৫, পঞ্চগড় ১৪, ঠাকুরগাঁও ১৯, খুলনা ৩২, যশোর ৩৮, ঝিনাইদহ ২৫, মাগুরা ১৩, নড়াইল ১০, বাগেরহাট ২০, সাতক্ষীরা ২৮, চুয়াডাঙ্গা ১৬, কুষ্টিয়া ২৭, মেহেরপুর ৯, বরিশাল ৩২, ভোলা ২৫, ঝালকাঠি ৯, পিরোজপুর ১৫, বরগুনা ১২, পটুয়াখালী ২১, সিলেট ৪৮, মৌলভীবাজার ২৭, সুনামগঞ্জ ৩৪ এবং হবিগঞ্জ থেকে ২৯ জন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।

এই দুই হাজার কনস্টেবল নিয়োগে আবেদন শেষ হয়েছে গত ১৮ মার্চ। আবেদন শেষে বিভিন্ন জেলার প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, শারীরিক সহনশীলতা পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা আলাদাভাবে নেওয়া হচ্ছে। ইতোমধ্যে কয়েকটি জেলায় শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও শারীরিক সহনশীলতা পরীক্ষা নেওয়া হয়েছে।

কোন জেলায় পরীক্ষা কত তারিখে—

নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ ও বান্দরবান জেলার প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও শারীরিক সহনশীলতা পরীক্ষা আগামী ১৬, ১৭ ও ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। এসব জেলার প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে আগামী ১৩ মে এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে ২২ মে তারিখে।

নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর ও বরিশাল জেলার প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও শারীরিক সহনশীলতা পরীক্ষা ১৯, ২০ ও ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে। এই জেলার প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে ২০ মে এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে ২৯ মে।

আবেদনকারী প্রার্থীদের উল্লিখিত তারিখ অনুসরণ করে নির্ধারিত সময়ে নিজ নিজ জেলার পুলিশ লাইনস মাঠে উপস্থিত থাকতে হবে।

২০০০ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ কোন জেলা থেকে কত জন তা দেখতে এখানে ক্লিক করুন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চাকরি, আবেদন শেষ আগামীকাল
  • ১৩ জানুয়ারি ২০২৬
বাতিল হওয়া ১৪২টি ফাইলসহ কারিগরির নতুন শিক্ষকদের এমপিওভুক্তি…
  • ১৩ জানুয়ারি ২০২৬
বরযাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ৪
  • ১৩ জানুয়ারি ২০২৬
ঠাকুরগাঁও শহর ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল, সেক্রেটারি নূর …
  • ১৩ জানুয়ারি ২০২৬
দুই মামলায় খালাস পেলেন আখতার হোসেন
  • ১৩ জানুয়ারি ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘এডমিশন ফেস্ট, স্প্রিং–২০২৬’ উদ…
  • ১৩ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9