চলন্ত বাইকে শাড়ির আঁচল পেঁচিয়ে স্কুল শিক্ষিকার মৃত্যু

২৭ জুলাই ২০২১, ১২:৩৪ PM
সেলিনা পারভীন শেলী

সেলিনা পারভীন শেলী © সংগৃহীত

নেত্রকোনায় চলন্ত মোটরসাইকেলে শাড়ির আঁচল পেঁচিয়ে সেলিনা পারভীন শেলী নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৭ জুলাই) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সেলিনা পারভীন শেলী নেত্রকোনার দত্ত উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।  

এর আগে গত শনিবার (২৪ জুলাই) সকালে স্কুলে জরুরি বৈঠকে অংশগ্রহণ করতে তিনি স্বামী শফিকুল ইসলামের সঙ্গে মোটরসাইকেলে করে নেত্রকোনা যাচ্ছিলেন। পথে পৌনে ১২টায় শহরের মোক্তারপাড়া এলাকায় পৌঁছাতেই শাড়ির আঁচল মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে পড়ে যান তিনি।

পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসক তাকে আইসিইউতে রাখেন।  সেখানে  চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান আজ।

স্কুলের প্রধান শিক্ষক শাহজাহান কবির সাজু বলেন, সেলিনা পারভীন ক্লাস টেনের অ্যাসাইনমেন্ট কমিটির আহ্বায়ক ছিলেন। আমাকে সকাল সাড়ে ৯টায় ফোন করেছিলেন তিনি। শ্রেণি শিক্ষকদের সঙ্গে সভায় বসার জন্য আসছিলেন।

এদিকে পরিবারের পাশাপাশি প্রিয় শিক্ষক নিহতের ঘটনায় স্কুলের সব শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

১০ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম
  • ২২ জানুয়ারি ২০২৬
বহিষ্কৃত দুই নেতাকে দলে ফেরাল বিএনপি, পদ হারালেন আরেকজন
  • ২২ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবিতে প্রথম বর্ষে ভর্তির সম্ভাব্য তারিখ নির্ধারণ
  • ২২ জানুয়ারি ২০২৬
প্রশাসনের অনুমতি না পেয়ে গেটে শেখ মুজিবের সমাধিসৌধ জিয়ারত,…
  • ২২ জানুয়ারি ২০২৬
৩০০ আসনে প্রার্থীর তালিকা প্রকাশ করল ইসি, কোন দলের কত?
  • ২২ জানুয়ারি ২০২৬
বিএনপি নেতাকে হত্যার ঘটনায় আওয়ামী লীগ কর্মীর বাড়িতে অগ্নিস…
  • ২২ জানুয়ারি ২০২৬