লটারিতে ছেলেদের স্কুলে চান্স পেয়েছে মেয়েরা!

১৪ জানুয়ারি ২০২১, ০১:৩৯ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

চলতি বছর সরকারি বিদ্যালয়ে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। এ প্রক্রিয়ায় ছেলেদের স্কুলে ভর্তির সুযোগ পেয়েছে মেয়েরা। আবার অনেক মেয়েদের স্কুলে নাম ছাত্রের নাম আসার খবর পাওয়া গেছে। ভর্তি লটারিতে এ ধরনের বিভ্রাট নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অন্তত অর্ধশত শিক্ষার্থী এমন ভুলের শিকার হয়েছে বলে জানা গেছে।

তবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, লটারিতে সব নির্ধারণ হয়েছে। এখন এ বিষয়ে কিছুই করার নেই তাদের। জানা গেছে, ময়মনসিংহের একটি বালিকা বিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে, তিন ছাত্র। গত ১১ জানুয়ারি স্কুল ভর্তির লটারির পর বিষয়টি ফেসবুকে ঝড় তোলে।

অবশ্য বালিকারাই সেখানে ভর্তির সুযোগ পেয়েছে। এ বালিকা স্কুলে এমন কাণ্ড ঘটলেও অনেক স্থানে বালক বিদ্যালয়ে সুযোগ পেয়েছেন বালিকারা। সারাদেশে অন্তত অর্ধশত শিক্ষার্থী এমন ভুলের শিকার বলে জানা গেছে।

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে চলতি বছর ৩৯০টি বিদ্যালয়ের প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারিতে ভর্তি করা হয়েছে। এসব বিদ্যালয়ে আসন শূন্য ছিলো ৭৭ হাজার ১৪০টি। এর বিপরীতে আবেদন পড়ে পাঁচ লাখ ৭৪ হাজার ৯২৯টি।

ভর্তির শর্ত–২ হাজার টাকার বই কেনা, বিশ্ববিদ্যালয়টিতে ২৬ বছর…
  • ২২ জানুয়ারি ২০২৬
নির্বাচনের ছুটিতে খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান
  • ২২ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহে  বাস উল্টে নিহত ২
  • ২২ জানুয়ারি ২০২৬
জামায়াতকে ‘বন্ধু’ বানাতে চায় যুক্তরাষ্ট্র, কূটনীতিকের অডিও …
  • ২২ জানুয়ারি ২০২৬
নোবিপ্রবিতে বিএনপিপন্থী শিক্ষকদের নতুন সংগঠন ‘বর্ধিত সাদা দ…
  • ২২ জানুয়ারি ২০২৬
৮ম পে কমিশনের প্রতিবেদন জমার কত মাস পর গেজেট হয়েছিল? 
  • ২২ জানুয়ারি ২০২৬