রাজশাহীতে সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে স্মারকলিপি প্রদান

স্মারকলিপি প্রদান
স্মারকলিপি প্রদান  © টিডিসি ফটো

প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে রাজশাহীর দুর্গাপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার (১ অক্টোবর) দুর্গাপুর উপজেলা পরিষদ চত্বরে  এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক নাজমুল হক, দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি রাক্তিবুল ইসলাম, সহকারী শিক্ষক মিঞা শামীম হক, মুক্তার হোসেন, সোহেল রানা, বারহাম, মোতালেব, শাহাবুল প্রমুখ।

বক্তারা বলেন, একটি জাতির শিক্ষার মূল ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা। আর  প্রাথমিক শিক্ষকরাই মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়, নার্স, ইউনিয়ন পরিষদের সচিব, পুলিশের এসআই, সহকারী কৃষি অফিসার, সরকারি বিভিন্ন দপ্তরের  স্নাতক সমমান কর্মকর্তা নিয়োগে দশম গ্রেড করা হয়েছে। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য দূরীকরণের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের সদয় অনুগ্রহ কামনা করছি।

মানববন্ধন শেষে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি প্রদান করেন শিক্ষকবৃন্দ।


সর্বশেষ সংবাদ