কেপার বীরত্বে সেমিফাইনালে আর্সেনাল: নাটকীয় ম্যাচে প্যালেসের বিদায়
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:৪৩ AM
পুরো ম্যাচেই ছিল টানটান উত্তেজনা। ম্যাচের ৮০ মিনিটে ভাগ্যের জোরে লিড পায় আর্সেনাল। কর্নার ক্লিয়ার করতে গিয়ে ক্রিস্টাল প্যালেসের ল্যাক্রোয়া বল নিজেদের জালে জড়িয়ে দিলে আত্মঘাতী গোলে এগিয়ে যায় গানার্সরা। জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিল আর্সেনাল, কিন্তু ইনজুরি টাইমের একদম শেষ মুহূর্তে (৯৫ মিনিটে) খেলা ঘুরে যায়। ফ্রি-কিক থেকে উড়ে আসা বলে দারুণ এক হেডে গোল করে প্যালেসকে সমতায় ফেরান মার্ক গেহি। ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যুটআউটে।
টাইব্রেকারে দুই দলই অসাধারণ দক্ষতা দেখায়। স্কোর যখন ৮-৭, তখন শট নিতে আসেন প্যালেসের ল্যাক্রোয়া। কিন্তু আর্সেনাল গোলরক্ষক কেপা আরিজাবালাগা ডান দিকে ঝাঁপিয়ে পড়ে সেই শট রুখে দেন এবং দলকে সেমিফাইনালের টিকিট এনে দেন। ফাইনালে ওঠার লড়াইয়ে এখন চেলসির মুখোমুখি হবে আর্সেনাল।
দল সেমিফাইনালে উঠলেও কোচ মিকেল আর্তেতা খুব একটা খুশি হতে পারছেন না। কারণ, অসংখ্য সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয়েছেন তাঁর শিষ্যরা। দীর্ঘ ৩৪৫ দিন পর ইনজুরি কাটিয়ে একাদশে ফিরেছিলেন গ্যাব্রিয়েল জেসুস, কিন্তু তিনিও জালের দেখা পাননি। ইনজুরি টাইমের শেষ মুহূর্তে উইলিয়াম সালিবার করা একটি অপ্রয়োজনীয় ফাউল থেকেই গোল হজম করতে হয়েছে দলকে, যা নিয়ে কোচের মনে আক্ষেপ থাকতেই পারে।
২০২৫ সালটি ক্রিস্টাল প্যালেসের জন্য স্বপ্নের মতো কাটছে। ইতোমধ্যে এফএ কাপ ও কমিউনিটি শিল্ড জয় করেছে তারা। সীমিত শক্তি নিয়ে আর্সেনালের মতো বড় দলের বিরুদ্ধে যেভাবে তারা লড়াই করেছে, তা সত্যিই প্রশংসার দাবি রাখে। ইনজুরি আর খেলোয়াড়দের ক্লান্তি থাকা সত্ত্বেও শেষ মুহূর্ত পর্যন্ত হার না মানা মানসিকতা দেখিয়েছে অলিভার গ্লাজনারের দল।