রাফায়েলের হ্যাটট্রিক, ৭ গোলের থ্রিলারে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

০৯ অক্টোবর ২০২৫, ১০:১৪ PM , আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১০:৩১ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

গল্পটা ভিন্ন রকমই হতে পারত। জয়ই প্রাপ্য ছিল হামজা চৌধুরী ও শমিত সোমের দুর্দান্ত দুটি গোল। জয় না এলেও অন্তত নিশ্চিত সমতায় মাঠ ছাড়তে পারত বাংলাদেশ। কিন্তু একের পর এক ভুলের খেসারতই দিলো লাল-সবুজেরা। শেষমেশ ৩-৪ গোলের হার সঙ্গী করেই এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্নভঙ্গ হলো স্বাগতিকদের।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে হংকং-চায়না। তবে কিছুটা সময় নিয়ে নিজেদের ছন্দে ফেরে বাংলাদেশ। এরপর ধীরে ধীরে আক্রমণে উঠতে শুরু করে স্বাগতিকরা।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই ভালো সুযোগ পেয়েছিল সফরকারীরা। তবে বাঁ-প্রান্ত দিয়ে ঢুকে ম্যাট অরের শট অল্পের জন্য বাইরে দিয়ে যায়। তিন মিনিট পর বক্সের বাইরে থেকে গোলকিপারের হাতে জমা পড়ে রাকিবের শট।

ম্যাচের ১৩তম মিনিটে বা-প্রান্তের বক্সের মুখে স্বাগতিকদের ফয়সাল আহমেদকে ফাউল করে হংকং। এতে ফ্রি কিক পায় বাংলাদেশ। সেখান থেকে বক্সের ডান পাশ থেকে কোনাকুনি ফ্রি কিকে সরাসরি বল জালে জড়ান হামজা। লাল-সবুজের জার্সিতে হামজার দ্বিতীয় গোল এটি। এর আগে, গত জুনে প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে এই মিডফিল্ডারের প্রথম গোল এসেছিল।

এরপর গোল শোধে মরিয়া হয়ে ওঠে হংকং, কিন্তু তাদের একের পর এক আক্রমণ বাংলাদেশের শক্ত ডিফেন্সে এসে থেমে যায়।

অন্যদিকে বল দখলে রেখে খেলার চেষ্টা করে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও অ্যাটাকিং থার্ডে গিয়ে আটকে যায় স্বাগতিকদের সব আক্রমণ। ম্যাচের ৪২তম মিনিটে হংকংয়ের আক্রমণ থেকে বল জালে জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।

তবে প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল পেয়ে সমতায় ফেরে হংকং। পেনাল্টি বক্সে তৈরি হওয়া জটলার সুযোগ নিয়ে পা ছুঁয়ে বল জালে পাঠান এভারটন কামারগো। ফলে প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।

দ্বিতীয়ার্ধে শুরুতেই ২-১ ব্যবধানের লিড তুলে নেয় হংকং। ৫০তম মিনিটে গোল করেন রাফায়েল মার্কেইস। শেষমেশ হ্যাটট্রিকও পেয়েছেন। সহজ করে বললে, সবকটি গোল উপহারই পেয়েছেন তিনি। ম্যাচের ৭৫তম মিনিটে ফাঁকায় বল পেয়ে ব্যবধান ৩-১ করে ফেলেন তিনি।

৮৪তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় স্বাগতিক দল। বল জালে জড়িয়ে ব্যবধান কমান মোরসালিন। এরপর ৯৮তম মিনিটে কর্নার থেকে হেডে গোল করে দলকে সমতায় ফেরান শমিত। তবে ম্যাচের একদম শেষমুহূর্তে নিজেদের ভুলে গোল হজম করে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। এতে শেষমেশ ৪-৩ গোলের পরাজয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

টেকনাফ সীমান্তে ১০টি স্থলমাইনের চাপ প্লেট উদ্ধার, এলাকাজুড়ে…
  • ২১ জানুয়ারি ২০২৬
৪ লক্ষাধিক মানুষের জন্য ৪ চিকিৎসক
  • ২১ জানুয়ারি ২০২৬
‘এটাই ক্রিকেট, নিদাহাস ট্রফির কথা মনে পড়ছে’, আবেগাপ্লুত কণ্…
  • ২১ জানুয়ারি ২০২৬
আবরার ফাহাদ হত্যার রায় এই সরকার কার্যকর করতে পারলো না: আবরা…
  • ২১ জানুয়ারি ২০২৬
মধ্যরাতে ঢাকা-১৫ আসন নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২১ জানুয়ারি ২০২৬
পে কমিশনের সব প্রস্তাব হুবহু বাস্তবায়ন নাও হতে পারে: অর্থ উ…
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9