ঘরের মাঠে মেসির ‘শেষ’ ম্যাচ নিয়ে শঙ্কা

০৫ আগস্ট ২০২৫, ০৩:৪১ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০২:০৫ PM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

ইন্টার মায়ামিতে দুর্দান্ত সময় কাটছিল আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির। টানা পাঁচ ম্যাচে একাধিক গোলের দেখাও পেয়েছিলেন। তবে অনাকাঙ্ক্ষিত এক চোট ব্যাঘাত ঘটায় মেসির সেই সুখকর মুহূর্তে। গেল ৩ আগস্ট চেজ স্টেডিয়ামে লিগস কাপে নেকাক্সার বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে মাঠ ছাড়েন রেকর্ড আটবারে ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।

বল নিয়ে প্রতিপক্ষের বক্সে প্রবেশের সময়ে রাউল সানচেজ ও আলেক্সিস পেনার সঙ্গে সংঘর্ষ বাঁধে মেসির। যন্ত্রণায় মাঠেই তাকে কাতরাতে দেখা যায়। উঠে দাঁড়িয়ে হাঁটার চেষ্টাও করেছিলেন। তবে অস্বস্তিতে তা হয়ে উঠেনি। শেষমেশ চিকিৎসকের পরামর্শে মাঠ ছাড়েন আর্জেন্টাইন এই খুদে ‘জাদুকর’।

এরপর থেকেই প্রশ্ন উঠতে থাকে, কতদিনের জন্য মাঠের বাইরে চলে গেলেন আর্জেন্টাইন এই মহাতারকা। যদিও বিষয়টি এখনও নিশ্চিত করে বলতে পারেনি মেসির দল। ফলে, ঘরের মাঠে সম্ভাব্য শেষ প্রতিযোগিতামূলক ম্যাচে তাকে পাওয়া নিয়ে শঙ্কা জেগেছে।

মেসির চোট নিয়ে অধিকাংশ গণমাধ্যম জানিয়েছিল, সম্ভবত দীর্ঘদিনের জন্যই মাঠের বাইরে ছিটকে গেছেন এই লিটন ম্যাজেশিয়ান। ফলে, লিগস কাপের বাকি ম্যাচগুলোতে তাকে না-ও পাওয়া যেতে পারে। 

অন্যদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইন্টার মায়ামি জানায়, ‘ডান পায়ের মাংসপেশিতে ছোটখাটো চোট পেয়েছেন মেসি। মেসির মেডিকেল ছাড়পত্র নির্ভর করছে চিকিৎসাগত দিক থেকে তার উন্নতি এবং তার সাড়া দেওয়ার ওপর।’

মায়ামির এমন বার্তায় কিছুটা স্বস্তি পেতে পারেন মেসি ভক্তরা। তবে অন্য কারণে দুশ্চিন্তাও থাকছে। আর্জেন্টাইন কিংবদন্তি কবে চোট থেকে সেরে উঠবেন, কবে মাঠে ফিরতে পারবেন, তা নিয়ে স্পষ্ট কিছুই জানায়নি তার ক্লাব।

লিগস কাপে মেক্সিকোর আরেক ক্লাব পুমাসের বিপক্ষে আগামী বৃহস্পতিবার পরবর্তী ম্যাচ খেলবে মায়ামি। এছাড়া ১১ আগস্ট অরল্যান্ডোর বিপক্ষে ম্যাচ আছে মেসিদের। এরপর সূচিতে প্রায় এক সপ্তাহের বিশ্রাম পাচ্ছে দলটি। এ সময়ের মধ্যে মেসি সেরে না উঠলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, আর্জেন্টিনার হয়ে ঘরের মাঠে ক্যারিয়ারের সম্ভাব্য শেষ ম্যাচ মেসি খেলতে পারবেন কি না!

চলতি বছরে সব প্রতিযোগিতা মিলিয়ে মেসির ৩০তম ম্যাচ এটি। এমএলএসে এখন পর্যন্ত মেসির ঝুলিতে ১৮ গোল ও ৯টি অ্যাসিস্ট রয়েছে।

এদিকে আগামী সেপ্টেম্বরে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামী ৫ সেপ্টেম্বর বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা। চারদিন বিরতি দিয়ে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ভেনেজুয়েলার বিপক্ষে বুয়েনস এইরেসে এবং ইকুয়েডরের বিপক্ষে স্বাগতিকদের শহর গুয়াইয়াকিলে খেলবেন মেসিরা। 

এরপর আগামী বছরের মার্চে স্পেনের বিপক্ষে ‘ফিনালিসিমা’মাঠে নামবে আর্জেন্টিনা। এরপরই বিশ্বকাপ মিশনে নামবে মেসির দল। তবে ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টাইন অধিনায়ককে পাওয়া নিয়ে শঙ্কার কথা জানিয়েছে দেশটির খেলাধুলাভিত্তিক সাময়িকী এল গ্রাফিকো।

ইতোমধ্যেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ফলে, মেসির বিদায় ঘিরে প্রীতি ম্যাচও আয়োজন করতে পারে লা আলবিসেলেস্তেরা। তবে আপাতত ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটিই হতে পারে আর্জেন্টিনার জার্সিতে ঘরের মাঠে মেসির শেষ প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ। আর এমন সুযোগ হয়তো কোনো মেসি ভক্তই হারাতে চাইবেন না। 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদ ১৯, আবেদন শেষ ২ ফেব্রু…
  • ১৭ জানুয়ারি ২০২৬
পিকআপ–অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত, আহত ৪
  • ১৭ জানুয়ারি ২০২৬
জামায়াতের সাড়ে ১২ ঘণ্টার বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো
  • ১৭ জানুয়ারি ২০২৬
৩৭ প্রার্থীর মনোনয়ন বাতিল, ফিরে পেলেন ৪৫ জন (তালিকা)
  • ১৭ জানুয়ারি ২০২৬
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় তিন কিশোর আটক
  • ১৭ জানুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন চাকরি, পদ ৯, আবেদন শুরু ১৯…
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9