টানা ৪ জয়ে শিরোপায় এক পা বাংলাদেশের
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০৯:০৫ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ০৫:২৪ PM
বদলে যাওয়া ভেন্যুতেও ছন্দ হারায়নি বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচেও বড় জয় পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের পরিচিত প্র্যাকটিস গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ম্যাচে দলের হয়ে গোল করেন তৃষ্ণা রাণী ও স্বপ্না।
কোচ পিটার বাটলার এ ম্যাচে তার বেঞ্চের খেলোয়াড়দের সুযোগ দেন। ম্যাচের শুরুতে কিছুটা অগোছালো থাকলেও ধীরে ধীরে ছন্দ খুঁজে পায় লাল-সবুজের প্রতিনিধিরা। যদিও ম্যাচের ৬ মিনিটেই গোল হজমের আশঙ্কায় পড়েছিল তারা। ডানদিক থেকে আসা এক ক্রসে ভুটান বিপদ তৈরি করলেও গোলরক্ষক মিলি আক্তারের দৃঢ়তায় বিপদ কাটে।
১৪তম মিনিটে ভুটান গোলরক্ষকের ভুলে গোলের সুবর্ণ সুযোগ পান তৃষ্ণা। তবে ফাঁকা পোস্ট পেয়েও লক্ষ্যভেদে ব্যর্থ হন তিনি। এরপর ২২ মিনিটে আবারও ভয় ধরান প্রতিপক্ষ রক্ষণে। মাঝমাঠ থেকে বল রিসিভ করে ছুটে গেলেও গোল আদায় করতে পারেননি।
তবে ম্যাচের মোড় ঘুরে যায় ৩০তম মিনিটে। কোচ বাটলার বন্যা খাতুনকে তুলে নামান স্বপ্না রাণীকে। ৩৩ মিনিটেই বদলি খেলোয়াড় স্বপ্নার দারুণ এক ডিফেন্সচেরা পাসে চার ডিফেন্ডারকে পেছনে ফেলে বল পেয়ে যান তৃষ্ণা। শীতল মাথায় গোলরক্ষককেও পরাস্ত করে জালে বল পাঠান এই ফরোয়ার্ড।
৪২ মিনিটে আবারও আলো ছড়ান তৃষ্ণা। একক প্রচেষ্টায় ঢুকে যান প্রতিপক্ষ বক্সে, তবে এবার আর সফলতা পাননি। প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতি থেকে ফেরার পর ফের গোল করেন তৃষ্ণা। দলের লিড বাড়ানোর পাশাপাশি নিজের দ্বিতীয় গোল আদায় করেন তিনি। শেষদিকে স্বপ্না দলের তৃতীয় গোলটি করলে ৩-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
চলতি আসরে এটি বাংলাদেশের টানা চতুর্থ জয়। ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে একধাপ এগিয়ে গেল বাঘিনীরা।
অন্যদিকে সমান ম্যাচে নেপালের পয়েন্ট ৯। পরবর্তী ম্যাচে বাংলাদেশ ও নেপাল—উভয় দল জিতলে ২১ জুলাইয়ের মুখোমুখি লড়াইটি রূপ নেবে টুর্নামেন্টের অলিখিত ফাইনালে।