আবারো বাবা হলেন নেইমার
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ০৭:১৭ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ০৬:৩২ PM

চোটের কারণে বেশ কিছুদিন ধরেই মাঠের বাইরে সময় কাটাচ্ছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়র। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই কাটছে তার সময়। তবে মাঠে না থাকলেও, ব্যক্তিগত জীবনে পেয়েছেন সুখবর—আবারও বাবা হয়েছেন এই তারকা ফুটবলার।
শনিবার (৫ জুলাই) সাও পাওলোর ভিলা নোভা স্টার হাসপাতালে জন্ম নেয় নেইমার ও তার বর্তমান সঙ্গী ব্রুনা বিয়ানকার্দির কন্যাসন্তান। মেয়ের নাম রাখা হয়েছে মেল। এটি নেইমারের চতুর্থ সন্তান এবং ব্রুনার দ্বিতীয়। এই জুটির প্রথম সন্তান মাভির জন্ম হয়েছিল ২০২৩ সালে।
সন্তান আগমনের খবর জানিয়ে নেইমারের বান্ধবী ব্রুনা লিখেছেন, ‘আমাদের মেল এসেছে! আমাদের জীবন এখন আরও মধুর হয়ে উঠেছে। স্বাগত, প্রিয় কন্যা! ঈশ্বররের আশীর্বাদ থাকুক তোমার জীবনে, সব খারাপ থেকে তিনি তোমাকে রক্ষা করবেন। আমরা তোমার সঙ্গে নতুন এই অধ্যায় শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, আমরা তোমাকে ভালোবাসি!’
নেইমারের প্রথম সন্তান দাভি লুকা জন্ম নেয় ২০১১ সালে, তার তৎকালীন প্রেমিকা কারোলিনা দান্তাসের গর্ভে। যদিও তাদের সম্পর্কের ইতি ঘটে অনেক আগেই, তবে দাভি এখনো নেইমারের সঙ্গেই থাকে। ২০২৪ সালে ব্রুনার সঙ্গে সাময়িক বিচ্ছেদের পর নেইমারের সঙ্গে সম্পর্ক হয় ব্রাজিলিয়ান মডেল ও ইনফ্লুয়েন্সার অ্যামান্ডা কিম্বার্লির। সেই সম্পর্ক থেকেও নেইমারের আরও এক কন্যাসন্তান হেলেনার জন্ম হয়।