ক্লাব বিশ্বকাপ বিনামূল্যে দেখার সুযোগ, জানুন কোথায় পাবেন লাইভ স্ট্রিমিং
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০৫:৫৫ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ০৯:৪৭ PM
প্রথমবারের মতো ৩২ দল নিয়ে জমকালো আয়োজনে শুরু হয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫। যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হয়েছে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি ও মিশরের জায়ান্ট আল-আহলি। ফ্লোরিডার হার্ডরক স্টেডিয়ামে ৬০ হাজার ৯২৭ জন দর্শকের উপস্থিতিতে শুরু হয় জমজমাট আসর। ক্লাব বিশ্বকাপের প্রথম আসরের উদ্বোধনী ম্যাচে গোলশূন্য ড্র করেছে দুটি ক্লাব।
আজ রবিবার (১৫ জুন) থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৩ জুলাই, নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ফুটবলপ্রেমীরা এই টুর্নামেন্টের সব ম্যাচ অনলাইনে বিনামূল্যে উপভোগ করতে পারবেন।
কোথায় এবং কীভাবে দেখবেন ম্যাচ
সরাসরি সম্প্রচার করা হবে www.dazn.com ওয়েবসাইটে। চাইলে DAZN অ্যাপ–টি অ্যাপ স্টোর (iOS ও Android) থেকে ডাউনলোড করে সেখান থেকেও খেলা দেখা যাবে। কোন সাবস্ক্রিপশন ছাড়াই ম্যাচগুলো বিনামূল্যে স্ট্রিমিং করা হচ্ছে, তবে ব্যবহারকারীদের একবার অ্যাকাউন্ট তৈরি করতে হতে পারে।
বিশ্বকাপের নতুন যুগে প্রবেশ
৩২ দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ক্লাব বিশ্বকাপ, যেখানে অংশ নিচ্ছে ইউরোপ, ল্যাটিন আমেরিকা, এশিয়া ও আফ্রিকার সেরা ক্লাবগুলো। টুর্নামেন্টকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ যেমন তুঙ্গে, তেমনি বিনামূল্যে স্ট্রিমিং সুবিধাও যোগ করেছে বাড়তি আনন্দ। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো মনে করেন, রোববার থেকে যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ক্লাব বিশ্বকাপ হতে চলেছে ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপের মতোই ঐতিহাসিক। তার ভাষায়, 'এটা কেবল একটা টুর্নামেন্ট নয়, এটা ফুটবলে এক নতুন যুগের সূচনা।'
উল্লেখ্য, উরুগুয়ের মাটিতে ১৯৩০ সালে আয়োজিত হয়েছিল ইতিহাসের প্রথম ফিফা ফুটবল বিশ্বকাপ। ইউরোপ ও দক্ষিণ আমেরিকার মাত্র ১৩টি দল অংশ নিয়েছিল সেই টুর্নামেন্টে।