রাত পোহালেই পর্দা উঠছে ক্লাব বিশ্বকাপের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

ক্লাব বিশ্বকাপের ট্রফি
ক্লাব বিশ্বকাপের ট্রফি  © সংগৃহীত

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপের ২১তম আসর। আগামী রোববার থেকে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের অংশ নিতে এরই মধ্যে আয়োজক দেশ যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বিভিন্ন দেশের ক্লাবগুলো। এদিন বাংলাদেশ সময় ভোরে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইন্টার মায়ামি ও আফ্রিকান জায়ান্ট মিশরের আল আহলি মুখোমুখি হবে।

এবারই প্রথম ৩২ দল নিয়ে ক্লাব বিশ্বকাপ আয়োজিত হচ্ছে, যা একেবারে বিশ্বকাপের আদলে সাজানো হয়েছে। ইউরোপের রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, পিএসজি, ইন্টার মিলানের মতো শীর্ষ ক্লাবগুলো অংশ নিচ্ছে। তবে আসন্ন এই বৈশ্বিক আসরে বার্সেলোনা, এসি মিলান ও লিভারপুলের মত জনপ্রিয় দলগুলো জায়গা করে নিতে পারেনি। 

৩২ দলকে ৮ গ্রুপে ভাগ করা হয়েছে, প্রত্যেক গ্রুপে চারটি করে দল রয়েছে। গ্রুপ পর্ব শেষে নকআউট পর্বে যাবে শীর্ষ দুটি দল। আর আগামী ১৩ জুলাই গড়াবে শিরোপা নির্ধারণী ফাইনাল, নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের ১২টি শহরে পুরো আসরের ম্যাচগুলো হবে।

অংশগ্রহণকারী দলগুলোর তালিকা:

ইউরোপ: ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ, চেলসি, বায়ার্ন মিউনিখ, পিএসজি, ইন্টার মিলান, পোর্তো, বেনফিকা, বরুশিয়া ডর্টমুন্ড, জুভেন্টাস, রেড বুল সালজবুর্গ, অ্যাতলেতিকো মাদ্রিদ।

ওশেনিয়া: অকল্যান্ড সিটি (অস্ট্রেলিয়া)।

দক্ষিণ আমেরিকা: পালমেইরাস, ফ্ল্যামেঙ্গো, ফ্লুমিনেন্স, রিভার প্লেট, বোকা জুনিয়র্স, বোটাফোগো।

উত্তর আমেরিকা: মন্টেরে, সিয়াটল সাউন্ডার্স, পাচুকা, ইন্টার মায়ামি (আয়োজক দেশের কোটায়), লস অ্যাঞ্জেলস এফসি।

আফ্রিকা: আল আহলি, উইদাদ, এস্পেরান্স দে তিউনিস, মামেলোদি সান্ডাউনস।

এশিয়া: আল হিলাল, উরওয়া রেড ডায়মন্ডস, আল আইন, উলসান এইচডি।

গ্রুপ পর্বের পূর্ণাঙ্গ সূচি

তারিখ

ম্যাচ

সময় (বাংলাদেশ সময়)

১৫ জুন

আল আহলি-ইন্টার মায়ামি

ভোর ৬টা

১৫ জুন

বায়ার্ন মিউনিখ-অকল্যান্ড সিটি

রাত ১০টা

১৬ জুন

পিএসজি-অ্যাথলেটিকো

রাত ১টা

১৬ জুন

পালমেইরাস- পোর্তো

রাত ৪টা

১৬ জুন

বোতাফোগো- সিয়াটেল সাউন্ডার্স

সকাল ৮টা

১৭ জুন

চেলসি-এলএএফসি

রাত ১টা

১৭ জুন

বোকা জুনিয়র্স- বেনফিকা

রাত ৪টা

১৭ জুন

ফ্ল্যামেঙ্গো- তিউনিস

ভোর ৭টা

১৮ জুন

রিভার প্লেট-রেড ডায়মন্ডস

রাত ১টা

১৮ জুন

উলসান এইচডি- মামেলোডি সানডাউনস

রাত ৪টা

১৮ জুন

ইন্টার মিলান- মন্টেরে

ভোর ৭টা

১৮ জুন

ম্যানসিটি- ওয়াইদাদ এসি

রাত ১০টা

১৯ জুন

রিয়াল মাদ্রিদ-আল হিলাল

রাত ১টা

১৯ জুন

পাচুকা-সালজবার্গ

রাত ৪টা

১৯ জুন

আল আইন- জুভেন্টাস

ভোর ৭টা

১৯ জুন

পালমেইরাস-আল আহলি

রাত ১০টা

২০ জুন

ইন্টার মায়ামি- পোর্তো

রাত ১টা

২০ জুন

অ্যাথলেটিকো-সিয়াটেল সাউন্ডার্স

রাত ৪টা

২০ জুন

পিএসজি- বোতাফোগো

ভোর ৭টা

২০ জুন

বেনফিকা- অকল্যান্ড সিটি

রাত ১০টা

২১ জুন

চেলসি-ফ্ল্যামেঙ্গো

রাত ১২টা

২১ জুন

তিউনিস-এলএএফসি

রাত ৪টা

২১ জুন

বায়ার্ন মিউনিখ- বোকা জুনিয়র্স

ভোর ৭টা

২১ জুন

ডর্টমুন্ড- মামেলোডি সানডাউনস

রাত ১০টা

২২ জুন

ইন্টার মিলান- রেড ডায়মন্ডস

রাত ১টা

২২ জুন

ফ্লুমিনেন্স- উলসান

রাত ৪টা

২২ জুন

রিভার প্লেট- মন্টেরে

ভোর ৭টা

২২ জুন

জুভেন্টাস-ওয়াইদাদ এসি

রাত ১০টা

২৩ জুন

রিয়াল মাদ্রিদ- পাচুকা

রাত ১টা

২৩ জুন

সালজবার্গ-আল হিলাল

রাত ৪টা

২৩ জুন

ম্যানসিটি- আল আইন

ভোর ৭টা

২৪ জুন

পিএসজি- সিয়াটেল সাউন্ডার্স

রাত ১টা

২৪ জুন

বোতাফোগো-অ্যাথলেটিকো

রাত ১টা

২৪ জুন

আল আহলি-পোর্তো

ভোর ৭টা

২৪ জুন

পালমেইরাস-ইন্টার মায়ামি

ভোর ৭টা

২৫ জুন

অকল্যান্ড সিটি-বোকা জুনিয়র্স

রাত ১টা

২৫ জুন

বায়ার্ন মিউনিখ-বেনফিকা

রাত ১টা

২৫ জুন

চেলসি-তিউনিস

ভোর ৭টা

২৫ জুন

ফ্ল্যামেঙ্গো-এলএএফসি

ভোর ৭টা

২৬ জুন

ডর্টমুন্ড-উলসান

রাত ১টা

২৬ জুন

ফ্লুমিনেন্স-মামেলোডি সানডাউনস

রাত ১টা

২৬ জুন

রেড ডায়মন্ডস-মন্টেরে

ভোর ৭টা

২৬ জুন

ইন্টার মিলান- রিভার প্লেট

ভোর ৭টা

২৭ জুন

জুভেন্টাস-ম্যানসিটি

রাত ১টা

২৭ জুন

আল আইন-ওয়াইদাদ

রাত ১টা

২৭ জুন

আল হিলাল-পাচুকা

ভোর ৭টা

২৭ জুন

রিয়াল মাদ্রিদ-সালজবার্গ

ভোর ৭টা


সর্বশেষ সংবাদ