ক্যাবরেরার পদত্যাগ চাইলেন বাফুফে সদস্য

১৪ জুন ২০২৫, ০৩:৩৭ PM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ০৪:৪২ PM
হ্যাভিয়ের ক্যাবরেরা

হ্যাভিয়ের ক্যাবরেরা © সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে নিয়ে ঘরোয়া ফুটবলে নানান বিতর্ক চলছে। স্প্যানিশ এই কোচের দল নির্বাচন ও ফুটবল কৌশলেও অপরিপক্কতা দেখছেন ফুটবলসংশ্লিষ্টরা। এবার শনিবার (১৪ জুন) বাফুফের এক সংবাদ সম্মেলনে স্প্যানিশ এই কোচের পদত্যাগ চেয়েছেন নির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন।

এদিন সকালে মহাখালীর রাওয়া কমপ্লেক্সে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের আয়োজন করে বাফুফে। যেখানে ফেডারেশনের নির্বাহী কমিটির ১৪ সদস্য মঞ্চে উপস্থিত ছিলেন। আগামী ৬ মাসের পরিকল্পনা ও কার্যক্রম সাংবাদিকদের সামনে তুলে ধরতেই এই আয়োজন করা হয়।

এ সময় নিজেদের দায়িত্বসংক্রান্ত পরিকল্পনার কথা তুলে ধরেন বিভিন্ন কমিটির প্রধানেরা। সংবাদ সম্মেলনে সিঙ্গাপুর ম্যাচে টিকিট এবং দর্শক অব্যস্থাপনাসহ বিভিন্ন অব্যবস্থাপনা থেকে শিক্ষা নেওয়ার প্রতিশ্রুতি দেন সভাপতি তাবিথ আউয়াল। সবার শেষে বাফুফের নির্বাহী সদস্য শাহীনকে অভ্যন্তরীণ অডিট ও গভর্মেন্ট রিলেশন নিয়ে আলোকপাত করার অনুরোধ জানান সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তবে এ বিষয়ে বক্তব্য না রেখেই হ্যাভিয়ের ক্যাবরেরার পদত্যাগ চান জাতীয় দল কমিটির এই সদস্য।

বাফুফের নির্বাহী এই সদস্য বলেন, ‘আমি এখানে অডিট ও গভর্মেন্ট রিলেশন নিয়ে মন্তব্য করব না। আমি জাতীয় দল কমিটির সদস্য। সে হিসেবে আমার একটাই এজেন্ডা। জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার পদত্যাগ চাই। দেশের ১৮ কোটি মানুষের চাওয়া এটি।’

সংবাদ সম্মেলনে বাফুফে নির্বাহী সদস্যর এমন মন্তব্যে বেশ বিব্রত হন কমিটির অন্যরা। এই প্রসঙ্গে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘যেটা হয়েছে আনফরচুনেট। এটা নিয়ে আমরা ইন্টারনালি আলোচনা করব।’

এদিকে সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বেও হ্যাভিয়ের ক্যাবরেরাকে নিয়ে প্রশ্ন করেন একাধিক সাংবাদিক। তবে শুরুর দিকে বিষয়টি এড়িয়ে যান তাবিথ আউয়াল। 

পরবর্তীতে তিনি বলেন, ‘এটা আসলে এখনও প্রি-ম্যাচিউর প্রশ্ন এবং উত্তর দিলেও প্রি-ম্যাচিউর হবে। আমাদের স্ট্যান্ডার্ড একটা প্রক্রিয়া রয়েছে। যেখানে জাতীয় দল কমিটি অ্যাসেসমেন্ট ও রিভিউ হবে। সেখানে অ্যাসেসমেন্ট হওয়ার পর আপনাদের প্রশ্ন নেওয়া যাবে এবং উত্তরও দেওয়া যাবে।’

কমল জ্বালানি তেলের দাম
  • ০১ জানুয়ারি ২০২৬
খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
  • ০১ জানুয়ারি ২০২৬
‘দুর্ভাগ্যজনকভাবে দেখলাম, এবারও পটকার শব্দে কেঁপে উঠছে চারপ…
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, রাজধানীতে ভবনে আগুন
  • ০১ জানুয়ারি ২০২৬
‘ম্যাচ জেতানো মানুষ হতে চাই, বাংলাদেশে অতিথিপরায়ণতাও দারুণ’
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্…
  • ০১ জানুয়ারি ২০২৬