পোল্যান্ড কোচের পদত্যাগ, ‘যুদ্ধ’ জিতলেন লেভা

পোল্যান্ডের কোচের পদ ছাড়লেন প্রোবিয়েৎস
পোল্যান্ডের কোচের পদ ছাড়লেন প্রোবিয়েৎস  © সংগৃহীত

জাতীয় দলের ভবিষ্যতের কথা চিন্তা করে পোল্যান্ডের কোচ পদ থেকে সরে দাঁড়িয়েছেন মিচাল প্রোবিয়েৎস। দেশটির ফুটবল ফেডারেশন এই তথ্য নিশ্চিত করেছে। দলের তারকা স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কির সঙ্গে বিরোধে জড়িয়ে প্রোবিয়েৎস চাকরি ছেড়েছেন বলে জানা গেছে। 

পোলিশ ফুটবল ফেডারেশন থেকে প্রকাশিত এক বিবৃতিতে প্রোবিয়েৎস বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে জাতীয় দলের ভালোর জন্যই আমি কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এই ভূমিকা পালন করা ছিল আমার পেশাগত স্বপ্নের পরিপূর্ণতা এবং আমার জীবনের সবচেয়ে বড় সম্মান।’

রোববার লেভানডফস্কি ঘোষণা দিয়েছিলেন প্রোবিয়েৎস যতদিন কোচ হিসেবে বহাল থাকবেন, ততদিন তিনি জাতীয় দলে খেলবেন না। এর পরপরই ফিনল্যান্ডের সঙ্গে ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ২-১ গোলে হেরে গ্রুপের শীর্ষস্থান হারায় পোল্যান্ড। 

সম্প্রতি আন্তর্জাতিক উইন্ডোতে লেভানডফস্কি পোলিশ দলে ছিলেন না। পোলিশ বার্তা সংস্থা পিএপি’র সূত্র মতে, বার্সেলোনার এই খেলোয়াড়কে বিশ্রামে থাকতে বলা হয়েছিল। 

প্রোবিয়েৎস অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ার কারণে লেভানডফস্কি কোচের ওপর অসন্তুষ্টি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘পুরো পরিস্থিতি বিবেচনায় কোচের ওপর থেকে আমার আস্থা চলে গেছে। সে যতদিন কোচের দায়িত্বে থাকবে, ততদিন আমি পোল্যান্ড জাতীয় দলে না খেলার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, বিশ্বের সেরা সমর্থকদের জন্য এখনো আমার জাতীয় দলে খেলার সুযোগ রয়েছে।’

২০০৮ সালে জাতীয় দলে অভিষেকের পর ২০১৪ সাল থেকে অধিনায়কত্ব করছেন ৩৬ বছর বয়সী লেভানডফস্কি। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ১৫৮ ম্যাচে তিনি ৮৫ গোল করেছেন। ৩৭ গোল কম করে এই তালিকায় দ্বিতীয়স্থানে সাবেক স্ট্রাইকার উল্ডজিমিরেচ লুবানস্কি। 

২০২৩ সালের সেপ্টেম্বর থেকে প্রোবিয়েৎস কোচের দায়িত্বে নিয়োজিত আছেন। তার অধীনে পোল্যান্ড ইউরো ২০২৪ খেলার যোগ্যতা অর্জন করলেও একটি ম্যাচও জিততে পারেনি। গ্রুপ পর্ব থেকেই পোল্যান্ডকে বিদায় নিতে হয়। তার অধীনে ২১ ম্যাচে পোল্যান্ড ৯টিতে জয়, পাঁচটিতে ড্র ও ৭টিতে পরাজিত হয়। 


সর্বশেষ সংবাদ