‘এই বাংলাদেশ’ নিয়ে গর্বিত শমিত
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৪:৫০ PM , আপডেট: ১৪ জুন ২০২৫, ০৭:১২ PM
ঘরের মাঠে সিঙ্গাপুর ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয়েছে শমিত সোমের। এএফসি বাছাইয়ের এই ম্যাচে বাংলাদেশ দল হারলেও অভিষেকেই দ্যুতি ছড়িয়েছেন এই মিডফিল্ডার। ম্যাচজুড়ে আশা-জাগানিয়া ৬টি সুযোগ তৈরি করেছিলেন তিনি। তবুও প্রত্যাশিত জয়ের দেখা পায়নি লাল-সবুজেরা।
এ নিয়ে কিছুটা হতাশ শমিত। তবে দেশকে নিয়ে গর্বিতও। বুধবার (১১ জুন) ঢাকা থেকে কানাডায় পাড়ি জমিয়েছেন এই মিডফিল্ডার। এরই এক ফাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে দল ও সিঙ্গাপুর ম্যাচের আক্ষেপ শুনিয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে শমিতের ভাষ্য, ‘ধন্যবাদ বাংলাদেশ, প্রথমবারের মত এই দেশকে প্রতিনিধিত্ব করার এবং খেলার এক অসাধারণ অনুভূতি হয়েছে। ম্যাচে আমরা যা চেয়েছি, তা করতে পারিনি। তাই একটু হতাশ। তবে এই দলের অংশ হতে পেরে আমি দারুণ গর্বিত।’
বাংলাদেশি বংশোদ্ভূত শমিতের জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। ২০২০ সালে কানাডা জাতীয় দলের হয়ে দুটি ম্যাচও খেলেছেন
২৭ বছর বয়সী এই মিডফিল্ডার। ক্লাব ফুটবলে কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসিতে খেলেন তিনি।
বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পাওয়ার পর গেল ৪ জুন ভুটানের সঙ্গে প্রীতি ম্যাচে তাকে বিশ্রাম দেন কোচ হাভিয়ের ক্যাবরেরা। যে কারণে তার অপেক্ষাও বাড়ে। শেষ পর্যন্ত সিঙ্গাপুর ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সিতে পথচলা শুরু তার। তবে জয়ে রঙিন হলো না তার অভিষেক। অবশ্য আফসোস নেই শমিতের।
তার মতে, ‘আমার সতীর্থ, কোচিং স্টাফ, বাফুফের সব সদস্য এবং অবশ্যই ভক্তদের ধন্যবাদ আমাকে এভাবে গ্রহণ করার জন্য। সবে তো শুরু হলো।’
এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের তৃতীয় ম্যাচে আগামী ৯ অক্টোবর হংকংকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। এরপর ১৪ অক্টোবর হংকংয়ের মাটিতে খেলবে লাল-সবুজেরা। সবকিছু ঠিক থাকলে এই দুই ম্যাচকে সামনে রেখে আবারও ঢাকায় ফিরবেন শমিত।