এবার বিমানবন্দর দিয়ে সিঙ্গাপুর গেলেন শেখ হাসিনার চাচা

শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন
শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন  © সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছেড়েছেন।

রবিবার (৮ জুন) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বেসরকারি এয়ারলাইন্সের ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন ৮২ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিক ও ব্যবসায়ী।

পুলিশের বিশেষ শাখার (এসবি) ইমিগ্রেশন বিভাগের ডিআইজি মোয়াজ্জেম হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শেখ কবির হোসেন সিঙ্গাপুর গেছেন, তবে তার বিদেশযাত্রায় কোনো নিষেধাজ্ঞা ছিল কি না—এ প্রসঙ্গে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি তিনি।

টানা কয়েক দশক ধরে রাষ্ট্রীয় ক্ষমতা ও ঘনিষ্ঠ পারিবারিক সম্পর্কের প্রভাবে সরকারি ও বেসরকারি বহু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের শীর্ষপদে আসীন ছিলেন শেখ কবির হোসেন। শারীরিকভাবে চলাচলে অক্ষম ও উচ্চ বয়সজনিত নানা জটিলতায় ভুগলেও, তার ক্ষমতার দাপট কমেনি। তিনি ছিলেন অন্তত ২৩টি প্রতিষ্ঠান ও সংস্থার শীর্ষপদে।

এর মধ্যে রয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত একাধিক বিমা কোম্পানি, সরকারি-বেসরকারি সেবা খাতের প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পেশাজীবী সংগঠন ও অ্যাসোসিয়েশন।

বিশেষ করে ‘শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই’ এবং ‘প্রধানমন্ত্রীর চাচা’ পরিচয়ের সুবাদে গড়ে তুলেছিলেন প্রভাবশালী অবস্থান। গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতির পদেও দীর্ঘদিন ছিলেন। তিনি সেখান থেকেও প্রভাব খাটিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায়। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর, শেখ কবির হোসেন একে একে বেশির ভাগ প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!