অনলাইনে মিলবে সিঙ্গাপুর ম্যাচের টিকিট

২৪ এপ্রিল ২০২৫, ০৪:৫৩ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০৮ PM
হামজা চৌধুরী

হামজা চৌধুরী © বাফুফে

গেল ২৬ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপ বাছাইপর্বে মাঠে নেমেছিল বাংলাদেশ। ওই ম্যাচে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয়েছিল হামজা দেওয়ান চৌধুরীর। বল পায়ে সেদিন দারুণ সব নৈপুণ্য দেখান প্রিমিয়ার লিগ মাতানো এই ফুটবলার। যদিও সেদিন পূর্ণ তিন পয়েন্ট নিয়ে দেশে ফিরতে পারেনি বাংলাদেশ।

অ্যাওয়ে ভেন্যুতে হামজার অভিষেক হলেও এখনও ঘরের মাঠে রোমাঞ্চ ছড়ানো হয়ে উঠেনি হামজার। আর লাল-সবুজের আঙিনায় চ্যাম্পিয়ন্স লিগে খেলা এই ফুটবলারের ঝলক দেখার প্রতীক্ষায় ১৬ কোটি বাঙালি।

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ জুন, সিঙ্গাপুরের বিপক্ষে। তবে এর আগে আরও একটি প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। কিন্তু সেই ম্যাচের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি।

এদিকে ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ আয়োজনের পরিকল্পনা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। সেই উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কম্পিটিশন কমিটির সভায় বসেছিল বাফুফে। যেখানে জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারাও ছিলেন। এ নিয়ে পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন কম্পিটিশন কমিটির কমিটির সদস্য ও আরামবাগ ক্লাবের সভাপতি তাজওয়ার আউয়াল। 

তিনি বলেন, আমরা সমর্থকদের মাঠে ফেরাতে চাই। সমর্থকরা যেন মাঠে এসে খেলা দেখতে পারেন, এজন্য আজ স্টেডিয়ামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। জাতীয় ক্রীড়া পরিষদও আমাদের সহায়তা করছে।

সিঙ্গাপুর ম্যাচের টিকিট প্রাপ্তি প্রসঙ্গে তার মন্তব্য, আমরা অনলাইনে টিকিট বিক্রি করব। টিকিটের দাম কত হবে, সেটা মার্কেটিং কমিটি ও ফেডারেশনের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত হবে। পরবর্তীতে ফেডারেশনই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে।

এদিকে টিকিটের মূল্য সুনির্দিষ্ট করে না বললেও আসন বিন্যাস এবং দাম নিয়ে তিনি বলেন, গ্যালারীর (সাধারণ) জন্য আমরা ১৮ হাজার ৩০০ টিকিট বিক্রি করব। এ ছাড়া অন্য ক্যাটাগরি থাকবে। কোন ক্যাটাগরির টিকিট কত, সেটা সব বিবেচনা করেই করা হবে। সমর্থকরা যেন খেলতে দেখতে আসতে পারেন এবং টিকিটের মাধ্যমে বাফুফের আয়ও হয়, দুই দিকই বিবেচনা করা হবে।

গাজীপুরে আইএসইউ’র উদ্যোগে এইচএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্…
  • ১৯ জানুয়ারি ২০২৬
প্রতিটি ছাত্রসংসদ নির্বাচনই বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে ছা…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বৈশাখাী ভাতা নিয়ে যে সুপারিশ করতে যাচ্ছে পে-কমিশন
  • ১৯ জানুয়ারি ২০২৬
সব ওয়াজ মাহফিল স্থগিত আমির হামজার
  • ১৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্র…
  • ১৯ জানুয়ারি ২০২৬
‘দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন, সুষ্ঠু হতেই হবে’
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9