যে গায়কের নামে মেসির নাম রেখেছিলেন তার মা

১৪ এপ্রিল ২০২৫, ০৬:৪২ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:১৮ AM
লিওনেল রিচির সঙ্গে লিওনেল মেসি

লিওনেল রিচির সঙ্গে লিওনেল মেসি © সংগৃহীত

লিওনেল মেসির ফুটবল শৈলীতে মুগ্ধ গোটা বিশ্ব। তার পায়ের জাদুতে বুদ হয়ে কতজন নিজের সন্তানের নামের সঙ্গে 'মেসি' জুড়ে দিয়েছেন, সেই সংখ্যা বলা মুশকিল। আর প্রতিনিয়তই এমনটা ঘটছে, তা বলার প্রতীক্ষা রাখে না। তবে অন্য এক তারকার নামে অনুপ্রাণিত হয়েই মেসির নাম রাখা হয়েছিল।

জন্মের আগে মেসির জন্য নির্দিষ্ট কোনো নাম ঠিক করা ছিল না। তার মায়ের পছন্দের নামের তালিকায় 'Leonel' ছিল। মূলত আশি-নব্বই দশকের তুমুল জনপ্রিয় গায়ক-গীতিকার লিওনেল রিচির নামের সঙ্গে মিল রেখেই মেসির বাবা লিওনেল নামটা ঠিক করেছিলেন। এরপরই সেই নামে পরিচিতি পান তারকা এই ফুটবলার। এই গল্পটা মেসির মা নিজেই শুনিয়েছেন। 

২০১০ সালে আর্জেন্টিনার টেলিভিশন চ্যানেল তেলেফেকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন মারিয়া কুচ্চিত্তিনি। তিনি বলেছিলেন, ‘ওর জন্ম সহজ ছিল না। আমার ডেলিভারির নির্ধারিত সময় পার হয়ে গিয়েছিল। ডাক্তার বললেন, “আর ঝুঁকি নেব না, লেবার ইন্ডিউস করব।” সকাল ৬টায় হাসপাতালে গিয়েছিলাম, আর লিও জন্ম নেয় বিকেল ৪টা ২০ মিনিটে। কিন্তু বিপত্তি বাধে নাম রাখায়।' 

তিনি আরও জানিয়েছিলেন, 'ছেলের জন্য নাম তো ঠিক করা হয়নি! আমি সব সময় “Leonel” নামটা পছন্দ করতাম। কিন্তু হোর্হে ওর নাম রাখে “Lionel”। তখন আমি বলি, “এটা তুমি কী করলে!” সে আমাকে বলল, “আমরা দুজনই তো লিওনেল রিচিকে খুব পছন্দ করি, তাই ওই বানানে রেখেছি।”

এদিকে সময়ের পরিক্রমায় লিওনেল মেসি এখন বিশ্ব নন্দিত তারকা। এবার সামনাসামনি দেখাও হয়েছে একই নামের দুই তারকার। গেল বুধবার ফ্লোরিডার স্থানীয় সময় সন্ধ্যায়, ইন্টার মায়ামির চেজ স্টেডিয়ামে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে মেসির দলের প্রতিপক্ষ ছিল এলএএফসি। ওই ম্যাচে এলএএফসিকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে মায়ামি। ম্যাচ শেষে স্টেডিয়ামের টানেলে মেসির সঙ্গে ‘দ্য কমোডোরস’ ব্যান্ডের একসময়ের জনপ্রিয় এই তারকার দেখা হয়।

মেসির সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ক্যাপশনে রিচি লিখেছেন, ‘যখন লিওনেলের সঙ্গে লিওনেলের দেখা। ওর মা আমার নামে ওর নাম রেখেছিলেন... আর আজ আমাদের দেখা হলো। এত বছর পর দেখা হয়ে ভালো লাগল।’

আজ ৫০তম বিসিএসের প্রিলি, শুরু হচ্ছে ‘এক বিসিএস, এক বছর’-এর …
  • ৩০ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতাকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ১১ দলের প্রার্থী!
  • ৩০ জানুয়ারি ২০২৬
নিখোঁজের ৩ দিন পর সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি লাশ উদ্ধার
  • ৩০ জানুয়ারি ২০২৬
আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াত প্রার্থী-বিএনপি নেতাদের শোকজ
  • ৩০ জানুয়ারি ২০২৬
ঘুম থেকে ওঠার সেরা সময় কোনটি?
  • ৩০ জানুয়ারি ২০২৬
অভিনয়ে বছরের প্রথম পুরস্কার পেলেন জয়া আহসান
  • ৩০ জানুয়ারি ২০২৬