যে স্বপ্ন পূরণ হলে খেলা ছেড়ে দেবেন এমি মার্টিনেজ

এমিলিয়ানো মার্টিনেজ
এমিলিয়ানো মার্টিনেজ  © সংগৃহীত

ব্রাজিলের বিপক্ষে দারুণ জয়ে আর্জেন্টিনা দলের ভেতর অন্য রকম এক বিশ্বাসের জন্ম দিয়েছে। আর এক বছর পরেই ২০২৬ বিশ্বকাপ। তবে মেসিকে ছাড়াই এমন পারফরম্যান্স দলের মধ্যে বিশ্বকাপ জয়ের আশা জাগিয়েছে প্রবলভাবেই।

২০২২ সালের মতো ২০২৬ সালেও যদি লিওনেল মেসিরা শিরোপা ধরে রাখতে পারে, তাহলে তো সোনায় সোহাগা। শিরোপা জয়ের সেই আনন্দে কী করবেন ফুটবলাররা? আর যে যা-ই করুন, আর্জেন্টিনার বাজপাখি এমিলিয়ানো মার্টিনেজ চমকে দেওয়ার মতো এক ঘোষণা দিয়েছেন। টানা দ্বিতীয় শিরোপা জিতলে নাকি ফুটবলকেই বিদায় বলে দেবেন তিনি। বিপ্লে নামক একটি ওয়েবসাইটে দেয়া সাক্ষাৎকারে নিজের ফুটবল ক্যারিয়ার সম্পর্কে কথা বলেছেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) স্পোর্টস মল নামের ক্রীড়াভিত্তিক একটি অনলাইনও এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

এমিলিয়ানো মার্টিনেজ বলেন, ‘যথেষ্ট হয়েছে আর নয়। অবসরে চলে যাব। টানা দুবার বিশ্বকাপ জেতা সাধারণ বিষয় নয়। আমাদের তরুণ খেলোয়াড়দের জায়গা তৈরি করে দিতে জাতীয় দলকে বিদায় বলে দেব।’

টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের অনুভীতি কেমন হবে, এ বিষয়ে বাজপাখি খ্যাতি পাওয়া এই গোলকিপার বলেন, ‘আমরা সবাই আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে দেখেছি। আমার জন্মের পর থেকে আমি এটি দেখিনি। সাত বছরের একটি শিশুও ইতোমধ্যেই জানে যে সে কী অভিজ্ঞতা অর্জন করেছে। আপনি খুশি হবেন এবং উদযাপন করবেন, কিন্তু আগের মতো অনুভূতি আর হবে না।’

২০২২ বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের কোলো মুয়ানির একটি দুর্দান্ত শট ঠেকিয়ে দিয়ে দলকে পরাজয়ের হাত থেকে বাঁচিয়েছেন মার্টিনেজ। এর ফলেই খেলা গড়ায় পেনাল্টিতে। পরে বিশ্বকে অবাক করে দিয়ে নিজ দেশকে ৩৬ বছরের ট্রফি-খরা কাটিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন করেন এমি।

সেই শট নিয়ে তার ভয়াল বর্ণনায় বলেন, ‘ফ্রান্সের বিপক্ষে ফাইনালের আগে আমি আমার বন্ধুদের সঙ্গে অল অফ ডিউটি খেলছিলাম। স্ন্যাকস খাওয়া থেকে শুরু করে টেকনিক্যাল ব্রিফিং শুরু হওয়া পর্যন্ত। তবে বিশ্বকাপ জয়ের পর একটা কঠিন সময় পার করতে হয়েছে। কোলো মুয়ানির সেই শট ঠেকিয়ে দেওয়ার পর প্রায় তিন মাস রাতে ঘুম আসত না। যার জন্য মনোবিদের দ্বারস্থ হতে হয়েছিল।’

মার্টিনেজ গত তিনটি বড় টুর্নামেন্টের প্রতিটিতে আর্জেন্টিনার সাফল্যের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যার মধ্যে রয়েছে ২০২১ এবং ২০২২ সালে টানা কোপা আমেরিকা শিরোপা।

৩২ বছর বয়সী মার্টিনেজ এখন পর্যন্ত খেলেছেন ৫১ ম্যাচ। যেখানে এর মধ্যে দুটি কোপা আমেরিকা, একটি ফিনালিসিমা ট্রফি ও একটি বিশ্বকাপ জিতেছেন এই সেরা গোলরক্ষক।


সর্বশেষ সংবাদ