উড়িয়ে দেওয়া ম্যাচের পর রাফিনিয়াকে ৩ আর্জেন্টাইনের খোঁচা

২৬ মার্চ ২০২৫, ১০:০০ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩৮ PM

© সংগৃহীত

ম্যাচে নামার আগেই বিশ্বকাপের টিকিট নিশ্চিতের খবর পেয়েছিল আর্জেন্টিনা। আর সেই সুখবরের সঙ্গে বাড়তি উদযাপন যোগ করল চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪-১ গোলে বিধ্বস্ত করে।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ১৪তম ম্যাচে বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে ঐতিহাসিক এই জয়ে আরও একবার শক্তির জানান দিল বিশ্বচ্যাম্পিয়নরা।

তবে ম্যাচের আগে আলোচনার কেন্দ্রে ছিলেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। তার বক্তব্য ছিল, ‘মাঠে ও মাঠের বাইরে ধ্বংসযজ্ঞ চালাব!’

কিন্তু বাস্তবে যা ঘটল, তা ছিল ঠিক উল্টো। ব্রাজিলের হয়ে রাফিনিয়ার পারফরম্যান্স ছিল হতাশাজনক, আর আর্জেন্টিনা মাঠে একচেটিয়া আধিপত্য বিস্তার করল।

ম্যাচের পর বার্সেলোনা উইঙ্গার রাফিনিয়ার বেফাঁস মন্তব্যের কড়া ভাষায় জবাব দিলেন আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস, জুলিয়ান আলভারেজ ও রদ্রিগো ডি পল।

প্রথমেই মুখ খুললেন লিয়ান্দ্রো পারেদেস। তার কথায়, ‘মাঠের বাইরে বড় বড় কথা বলা সহজ, কিন্তু মাঠে তা প্রমাণ করতে হয়! আমরা প্রতিদিন অনুশীলনে, প্রতিটি ম্যাচে নিজেদের সেরা প্রমাণ করে চলেছি।’

এরপর কথা বলেন জুলিয়ান আলভারেজ, যিনি ম্যাচের প্রথম গোলটি করেন। রাফিনহার মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘এমন ম্যাচে কথাবার্তা একটু বাড়তি রং এনে দেয় ঠিকই। তবে আমরা বিনয়ের সঙ্গে কঠোর পরিশ্রম করে নিজেদের সেরাটা দিয়েছি এবং ফলাফল সবার সামনে।’

সবশেষে মুখ খোলেন রদ্রিগো ডি পল, যিনি বরাবরই মাঠে দলের শক্তি ও চরিত্রের প্রতিচ্ছবি। তিনি বলেন, ‘আমরা কারও অসম্মান করিনি, কিন্তু আমাদের অনেকবার অবমূল্যায়ন করা হয়েছে। তবে আমরা মাঠে জবাব দিয়েছি।’

ডি পল আরও যোগ করে বলেন, ‘আমরা কারও সাহায্যে নয়, নিজেদের দক্ষতায় এই জায়গায় এসেছি। গত পাঁচ-ছয় বছর ধরে আমরাই সেরা দল! তাই আমাদের সম্মান করা উচিত।’

স্কালোনির অধীনে আর্জেন্টিনা আবারও প্রমাণ করল কেন তারা বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম রাজা! মাঠে প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার পাশাপাশি কথার লড়াইয়েও জয়ী হলো আলবিসেলেস্তেরা।

বাবাকে ‘আইডল’ মানলেও অনুকরণে নারাজ নবিপুত্র
  • ১২ জানুয়ারি ২০২৬
সজীব গ্রুপে চাকরি, কর্মস্থল ঢাকার ফার্মগেট
  • ১২ জানুয়ারি ২০২৬
সীমান্তে গুলি ছুড়ে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ
  • ১২ জানুয়ারি ২০২৬
ক্রিকেটের সঙ্গে আমাদের দেশের সম্মান জড়িয়ে আছে: মির্জা ফখরুল
  • ১২ জানুয়ারি ২০২৬
ভাইস ক্যাপ্টেনের বিশ্বকাপ দলে জায়গা হবে তো?
  • ১২ জানুয়ারি ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে রানার গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9