যে কারণে প্রতিদিন সকালে রসুন খাচ্ছেন সচেতন মানুষরা

রসুন
রসুন  © সংগৃহীত

দৈনন্দিন রান্নার একটি ছোট্ট উপাদান, যার গন্ধে কেউ কেউ নাক কুঁচকান, আবার কেউবা এর স্বাদ ছাড়া খাবার কল্পনাই করেন না। কিন্তু আপনি জানেন কি—এই সাধারণ রসুনই হতে পারে আপনার সুস্বাস্থ্য ও রোগমুক্ত জীবনের অন্যতম চাবিকাঠি?

রসুন শুধুমাত্র খাবারের স্বাদ বাড়ায় না, এটি হাজার বছরের চিকিৎসা ঐতিহ্যের এক মূল্যবান অংশ। প্রাচীন মিসর, গ্রিস, ব্যাবিলন কিংবা চীনা সভ্যতায়ও রসুন ছিল পরিচিত একটি প্রাকৃতিক ওষুধ। আজকের আধুনিক বিজ্ঞান সেই পুরোনো বিশ্বাসকে নতুন প্রমাণে প্রতিষ্ঠিত করেছে—রসুন সত্যিই একটি ‘সুপারফুড’।

স্বাস্থ্যরক্ষায় রসুনের অমূল্য অবদান
রসুনে রয়েছে থিয়ামিন, রিবোফ্লাভিন, নায়াসিন, ভিটামিন বি৬, বি৯, প্যান্টোথেনিক অ্যাসিড ও সেলেনিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদান। তবে রসুনের প্রধান আকর্ষণ ‘অ্যালিসিন’ নামক এক ধরনের সালফারযুক্ত যৌগ, যা একে করে তুলেছে শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার।

সাধারণত সকালে খালি পেটে দুই কোয়া কাঁচা রসুন খাওয়ার উপকারিতা নিয়ে চিকিৎসক ও গবেষকরা বারবার গুরুত্বারোপ করেছেন। কারণ, খালি পেটে খেলে রসুনের উপাদানগুলো সরাসরি শরীরের বিভিন্ন সিস্টেমে কাজ করতে পারে।

রোগ প্রতিরোধে প্রাকৃতিক ঢাল
বর্তমান সময়ে যখন ভাইরাস-ব্যাকটেরিয়ার হানায় বিপর্যস্ত বিশ্ব, তখন প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি। এইখানেই রসুনের শক্তিশালী ভূমিকা।

এতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এমনকি ফুসফুসের সংক্রমণ রোধেও এটি কার্যকর। রসুন পিষে তার রস খাওয়া কিংবা গরম পানির সঙ্গে হলুদ ও রসুন মিশিয়ে খাওয়ার পরামর্শ দেন অনেক বিশেষজ্ঞ।

হৃৎপিণ্ড ও রক্তচাপের বিশ্বস্ত রক্ষাকবচ
বিশ্বজুড়ে হৃদরোগের ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে। কিন্তু এই ঝুঁকি কমানোর জন্য রসুন হতে পারে ঘরোয়া সমাধান। নিয়মিত খালি পেটে রসুন খেলে রক্ত চলাচল উন্নত হয়, রক্তনালিতে ব্লক কমে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। ফলে হৃদযন্ত্রের ওপর চাপ কমে যায় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকাংশে হ্রাস পায়।

পুরুষের যৌনক্ষমতা ও নারীর হাড়ের শক্তি
প্রাচীনকাল থেকেই রসুনকে পুরুষদের যৌনস্বাস্থ্যে সহায়ক হিসেবে বিবেচনা করা হয়। আধুনিক গবেষণাও বলছে, রক্ত সঞ্চালন বাড়িয়ে এটি যৌনক্ষমতা বাড়াতে পারে। অন্যদিকে নারীদের হাড়ের গঠন মজবুত রাখতেও রসুনের ভূমিকা রয়েছে। এটি শরীরের ইস্ট্রোজেনের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে, বিশেষ করে মেনোপজ-পরবর্তী নারীদের জন্য এটি অত্যন্ত উপকারী।

সৌন্দর্যেও রসুনের অবদান
কে না চায় বয়সকে হার মানিয়ে তরুণ ত্বক ধরে রাখতে? প্রতিদিন রসুন খেলে রক্ত বিশুদ্ধ হয়, ত্বকে বার্ধক্যের ছাপ কম পড়ে, এমনকি মুখের দাগ ও ব্রণও হ্রাস পায়।

ছোট ছোট সমস্যার বড় সমাধান
শরীরে কোথাও ফোলা বা গোটা থাকলে, তা ধীরে ধীরে মিলিয়ে যেতে পারে নিয়মিত রসুন খাওয়ার ফলে। আবার, কোষ ক্ষয়ের বিরুদ্ধে লড়াই করে এটি আলঝেইমারস ও ডিমেনশিয়ার মতো রোগ প্রতিরোধে সহায়ক।

সতর্কতাও জরুরি
যদিও রসুনের গুণাগুণ অনেক, তবুও কিছু মানুষ এতে অ্যালার্জি অনুভব করতে পারেন। বিশেষ করে যাঁদের অ্যালার্জিক অ্যাজমা রয়েছে, তাঁদের জন্য রসুন বিপজ্জনক হতে পারে। এছাড়া অস্ত্রোপচারের আগে-পরে রসুন না খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। তাই নিয়মিত রসুন গ্রহণের আগে শরীরের প্রতিক্রিয়া দেখে নেওয়াই ভালো।

দেশি রসুনেই বেশি গুণ
বাজারে রকমারি রসুন পাওয়া যায়, তবে বিশেষজ্ঞদের মতে, দেশি এককোষী রসুনে রয়েছে সবচেয়ে বেশি ওষুধি গুণ। এটি হজমে সহজ এবং কার্যকারিতাও বেশি।

প্রতিদিনের রান্নায় ব্যবহৃত এই সাধারণ উপাদানটি যে আপনার শরীরের জন্য একটি স্বাস্থ্যকর সম্পদ হতে পারে, তা হয়তো অনেকেই জানতেন না। এখন সময় এসেছে রসুনকে কেবল ভর্তা বা ভাজির উপাদান নয়, বরং একটি স্বাস্থ্যবান জীবনের দৈনন্দিন সঙ্গী হিসেবে দেখা। তাই সকালটা শুরু হোক দুটি রসুন কোয়ার সঙ্গে, সুস্থ থাকুন—নিরাপদ থাকুন।


সর্বশেষ সংবাদ