যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী পাঠানোর তালিকায় শীর্ষে চীন

মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা
মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা  © সংগৃহীত

২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থীদের সংখ্যা ১২ শতাংশেরও বেশি বেড়েছে, অন্যদিকে চীন থেকে আগত শিক্ষার্থীদের সংখ্যা সবচেয়ে বেশি হলেও প্রায় আট শতাংশেরও বেশি কমেছে। বুধবার ওয়াশিংটন থেকে প্রেরিত এক সরকারি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর এনডিটিবি।

ওই সরকারি প্রতিবেদনের বরাতে এনডিটিবি জানিয়েছে, ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস বলেছে কোভিড-১৯ মহামারী ২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থী তালিকাভুক্তিতে প্রভাব ফেলেছে। স্টুডেন্টস ও এক্সচেঞ্জ ভিজিটর ইনফরমেশন সিস্টেম বলছে, ২০২১ সালে এফ-১ ও এম-১ ভিসায় মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৩৬ হাজার ৭৪৮ জন। যা পূর্ববর্তী বছরের তুলনায় ১.২ শতাংশ কম। ২০২১ সালে ২৮০টি স্কুল কমেছে, এতে করে ৮ হাজার ৩৮টি স্কুল শিক্ষার্থী তালিকাভুক্তি করেছে, ২০২০ সালে যার সংখ্যা ছিল ৮ হাজার ৩৬৯টি স্কুল।  

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চীন ও ভারতের শিক্ষার্থীরা এশিয়াকে সবচেয়ে জনপ্রিয় দেশে পরিণত করছে। যা আন্তর্জাতিক শিক্ষার্থী জনসংখ্যার ৭১ দশমিক ৯ শতাংশ। ভারত ২০২১ সালে ২৫ হাজার ৩৯১ জন শিক্ষার্থী পাঠিয়েছে। যার ৩৭ শতাংশই নারী শিক্ষার্থী। এ শিক্ষার্থীর সংখ্যা ২০২০ সালের তুলনায় বেড়েছে। এছাড়া চীন ২০২০ সালের তুলনায় ২০২১ সালে ৩৩ হাজার ৫৬৯ জন শিক্ষার্থী কম পাঠিয়েছে।

আরও পড়ুন : স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পড়ুন সুইজারল্যান্ডে

ওই প্রতিবেদন অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী পাঠানোর তালিকায় শীর্ষে রয়েছে চীন। চীন ২০২১ সালে মোট ৩ লাখ ৪৮ হাজার ৯৯২ জন শিক্ষার্থী পাঠিয়েছে। এছাড়া ভারত ২ লাখ ৩২ হাজার ৮৫১ জন, দক্ষিণ কোরিয়া ৫৮ হাজার ৭৮৭ জন, কানাডা ৩৭ হাজার ৪৫৩ জন, ব্রাজিল ৩৩ হাজার ৫৫২ জন, ভিয়েতনাম ২৯ হাজার ৫৯৭ জন, সৌদি আরব ২৮ হাজার ৬০০ জন, তাইওয়ান ২৫ হাজার ৪০৬ জন, জাপান ২০ হাজার ১৪৪ জন ও মেক্সিকো ১৯ হাজার ৬৮০ জন শিক্ষার্থী পাঠিয়েছে।

এদিকে ২০২১ সালে ক্যালিফোর্নিয়া ২ লাখ ৮ হাজার ২৫৭ জন আন্তর্জাতিক শিক্ষার্থীর আবাস দিয়েছে। যা মার্কিন যুক্তরাষ্ট্রের অন্য রাজ্যের তুলনায় ১৬ দশমিক ৮ শতাংশ বেশি। এছাড়া ২০২০ সালের তুলনায় ২০২১ সালে এক্সচেঞ্জ ভিজিটরও কমেছে। ২০২০ সালে এ সংখ্যা ছিল ২ লাখ ৫৬ হাজার ৯৪৪ জন, যা ২০২১ সালে এসে দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ৪৭৯ জন।

তবে উচ্চ শিক্ষায় আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা গত বছরের চেয়ে বেড়েছে। ২০২১ সালে এ সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৪২ হাজার ২৫২ জন, যা ২০২০ সালে ছিল ১১ লাখ ২১ হাজার ৯৮১ জন শিক্ষার্থী।

এদিকে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে এশিয়ান হোম হিসেবে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রে এশিয়ার দক্ষিণ কোরিয়া ৯ হাজার ৪৩০, সৌদি আরব ৯ হাজার ৪৩৯ ও জাপান ৬ হাজার ১৫৫ জন শিক্ষার্থী কম পাঠিয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence