এইচএসসি ও সমমানের পরীক্ষায় সেরা মাদ্রাসা ও রাজশাহী বোর্ড

১৭ জুলাই ২০১৯, ০১:০৯ PM

© টিডিসি ফটো

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় পাসে এগিয়ে রয়েছে রাজশাহী বোর্ড। পরীক্ষায় এ বোর্ডের পাসের হার ৭৬ দশমিক ৩৮ শতাংশ। এছাড়া সমমান ধরলে মাদ্রাসা বোর্ড সেরা ফলাফল করেছে। পাসের হার ৮৮ দশমিক ৫৬ শতাংশ। আজ বুধবার দুপুরে শিক্ষা ভবনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ঢাকা বোর্ডে ৭১ দশমিক ০৯ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৬২ দশমিক ১৯ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৭৭ দশমিক ৭৪ শতাংশ, সিলেট বোর্ডে ৬৭ দশমিক ০৫ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৭১ দশমিক ৭৮ শতাংশ, রাজশাহী বোর্ডে ৭৬ দশমিক ৩৮ শতাংশ, বরিশাল বোর্ডে ৭০ দশমিক ৬৫ শতাংশ, যশোর বোর্ডে ৭৫ দশমিক ৬৫ শতাংশ পাস করেছে।

এছাড়া মাদরাসা বোর্ডে ৮৮ দশমিক ৫৬ শতাংশ এবং কারিগরি শিক্ষাবোর্ডে ৮৭ দশমিক ৫৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষায় ১০ বিভাগে পাসের গড় হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ। আজ বুধবার সকালে এ ফল প্রকাশ করা হয়। সকাল ১০টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষা বোর্ডের প্রধানদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করেন।

এদিকে মাত্র ৫৫ দিনের মধ্যে দ্রুত ফলাফল প্রকাশের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। উত্তীর্ণদের অভিনন্দন জানান তিনি। ফলাফলে দেখা গেছে, এ বছর উচ্চমাধ্যমিকে পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ। এর মধ্যে মাদ্রাসা বোর্ডে পাশের হার ৮৮ দশমিকক ৫৬ শতাংশ। আর সারাদেশে জিপিএ ৫ পেয়েছে ৪৭ হাজার ৫৮৬ জন।

দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিভিন্ন দিক তুলে ধরবেন মন্ত্রী। বেলা ১টা থেকে পরীক্ষার্থীরা নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকে ফল জানা যাবে। শিক্ষার্থীরা সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ইন্টারনেট বা মোবাইলের মাধ্যমে ওয়েবসাইট থেকে তাদের ফল জানতে পারবে।

বাউফলে ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
  • ৩১ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬