হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ভর্তি হতে আসলে জালিয়াতের দায়ে এক শিক্ষার্থীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার ওই শিক্ষার্থীকে ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. খালিদ হোসেন জানান, ‘জি’ ইউনিটে ভর্তি হতে আসে গাজীপুরের বাসিন্দা মৃত মশিউর রহমানের পুত্র মো. রওনক ইসলাম(১৯)। ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের ছবির সাথে চেহারার অমিল থাকায় তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জালিয়াতির কথা স্বীকার করেন। পরে ওই শিক্ষার্থীকে ভ্রাম্যমান আদালতের কাছে সোপর্দ করা হয়। ম্যাজিস্ট্রেট সাথী দাস ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই শিক্ষার্থীকে ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
প্রসঙ্গত, বুধবার ‘এ’ এবং ‘জি’ ইউনিটের ভর্তি কার্যক্রম শুরু হয়। আগামীকাল ‘বি’, ‘সি’, ‘ডি’, ‘ই’ এবং ‘এফ’ ইউনিটের ভর্তি অনুষ্ঠিত হবে।