‘হাওয়া’র পরিচালকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন তথ্যমন্ত্রী

৩০ আগস্ট ২০২২, ১২:২৭ AM
হাওয়া

হাওয়া © ফাইল ফটো

ভবিষ্যতে যেন এ ধরনের মামলায় কেউ না পড়ে সেই ব্যবস্থাও গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। শনিবার বিকেল চলচ্চিত্র মুক্তির ব্যবস্থাও নেবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি। এ জন্য হয়তো ছবিতে কিছু সংশোধন করতে হতে পারে। আমরা বলেছি, সেন্সর নীতিমালা আমাদের কাছে খুব কঠিন মনে হয়েছে, একে আরও সহজ করতে হবে। মন্ত্রী বলেন, তিনি বিষয়টি দেখবেন।’

প্রতিনিধি দলে আরও ছিলেন চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, অভিনেতা তারিক আনাম খান, প্রযোজক গাউসুল আলম শাওন, নির্মাতা এস এ হক অলীক, অমিতাভ রেজা চৌধুরী, মেজবাউর রহমান সুমন, অভিনেত্রী আফসানা মিমি, অভিনেতা চঞ্চল চৌধুরী, সাংবাদিক নূর সাফা জুলহাজ প্রমুখ।

নতুন প্ল্যাটফর্ম প্রসঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র ঐক্যের অন্যতম উদ্যোক্তা নূর সাফা জুলহাজ বলেন, নির্মাতা, লেখক, শিল্পী, কলাকুশলীদের সমন্বয়ে এই প্ল্যাটফর্ম। সংস্কৃতির সংকট ও সম্ভাবনাময় এই সময়ে সবচেয়ে বড় ঝুঁকির মুখে ভিজ্যুয়াল ইন্ডাস্ট্রি, অর্থাৎ ওটিটি ও সিনেমা। এ জায়গাগুলোতে যাতে গল্প বলার স্বাধীনতা ব্যাহত না হয়, মূলত সেই বিষয়টি নিয়ে কাজ করবে এই সংগঠন।

 

ট্যাগ: সিনেমা
হাসিনা আপার কর্মী-সমর্থকদের জানাতে চাই, আমরা আছি আপনাদের পা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠার দুই যুগেও মাভাবিপ্রবিতে নেই নিজস্ব মন্দির, খোলা …
  • ২৪ জানুয়ারি ২০২৬
কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়ে…
  • ২৩ জানুয়ারি ২০২৬
‘ফ্যাসিস্ট আমলে জাতীয়তাবাদী আদর্শের যারা নিয়োগ পেয়েছে, তারা…
  • ২৩ জানুয়ারি ২০২৬
নাহিদের আসনে আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার সাঁটানোর অভিযোগ বিএ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাবি উপাচার্যের জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন
  • ২৩ জানুয়ারি ২০২৬