ব্যবসার পরিস্থিতির পর সাড়া জাগাচ্ছে ‘ক্রেতার পরিস্থিতি’ (ভিডিও)

ক্রেতার পরিস্থিতি গানের পোস্টার
ক্রেতার পরিস্থিতি গানের পোস্টার   © সংগৃহীত

নেট দুনিয়ায় আলোচিত সর্বমহলে প্রশংসিত ‘ব্যবসার পরিস্থিতি’ গানের পর এবার প্রকাশ পেলো ‘ক্রেতার পরিস্থিতি’ শিরোনামে আরেকটি গানটি। আগের গানটিতে ব্যবসায়ীদের পক্ষ নিয়ে বর্তমান সময়ে ব্যবসায়ীদের করুণ অবস্থা তুলে ধরা হয়েছে। এই গানটি আবার সেই গানের বিপরীত। এখানে ক্রেতাদের পক্ষ নিয়ে ক্রেতাদের বর্তমান পরিস্থিতি বর্ণনা করা হয়েছে। মূলত ব্যাবসার পরিস্থিতি গানের জবাব দেয়া হয়েছে এই গানে।   

থার্ড ক্লাস কোম্পানি নামে একটি ইউটিউব চ্যানেল থেকে বুধবার (২৪ আগস্ট) গানটি প্রকাশিত হয়। প্রকাশের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে এই গান। তিনদিনে একাত্তর হাজারের বেশি মানুষ ওই চ্যানেল থেকে গানটি শুনেছেন। ফেসবুক কাভি ফাইয়াজ নামে একটি পেজ থেকেও গানটি শেযার করা হয়। সেখানে গানটি ৪০ লাখ ৩০ হাজার মানুষ দেখেন। সাড়ে চার লাখের বেশি মানুষ সেই ভিডিওতে রিয়েক্ট দেন এবং কমেন্ট করেছেন প্রায় আট হাজার মানুষ। 

‘ব্যবসার পরিস্থিতি’ গানের সুর নকল করা গানটিতে কণ্ঠ দেন রাফি দেওয়ান, সাজ্জাদ হোসাইন শাওন, মিশকাত মিশু, জয় এবং নাফিজ ফারাবি। রাফি দেওয়ানের লিখা গানটিতে রিমিক্স এবং মাস্টারিং করেন শিমুল ভাই। কন্ঠ দেযার পাশাপাশি গানটিতে অভিনয়ও করেছেন তারা। 

ব্যবসার পরিস্থিতি গানের গীতিকার আলী হাসান নিজে একজন ব্যর্থ হার্ডওয়্যার দোকানের মালিক ছিলেন। ৮ মাস আগে দোকান বন্ধ করে দিতে বাধ্য হন। সেই অভাব আর অভিজ্ঞতা থেকেই এই গানটি তৈরি করেন। আর ক্রেতার পরিস্থিতি গানের শ্যুটিং করা হয় একটি মুদি দোকানে। গানের ভিডিওতে দেখা যায়, ক্রেতারা দোকানে আসলে দোকানদার বাকী দিতে চায়না। কিন্তু ক্রেতারা কেন বাকী নিতে চায় সেই কারণ এখানে তুলে ধরা হয়। দ্রব্যমূল্যর উর্ধ্বগতির কারণে নিম্ন আয়ের মানুষরা যেভাবে জীবন অতিবাহিত করছে সেই চিত্র এখানে তুলে ধরা হয়। 

এর আগে ব্যবসা ও ব্যবসায়ীর বর্তমান পরিস্থিতি নিয়ে গড়া ‘ব্যবসার পরিস্থিতি’ র‌্যাপ গান ইউটিউবে আপলোডের সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ল সোশাল মিডিয়ায়।

যা দেখে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী লিখলেন- “এইটা একটা আসল সোনা। শিল্পের কাজ তার সময়কে ধরা। এই গানে এর কারিগররা সময়ের বুকে বইসা সারিন্দা বাজাচ্ছে রীতিমতো!”

এই গানে উঠে এসেছে মহামারীর ধকল সামলে এক ব্যবসায়ীর টিকে থাকার চেষ্টার কথা। উঠে এসেছে যাপিত জীবনের নানাবিধ যন্ত্রণার কথা। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা গানের কথায় খুঁজে পাচ্ছেন নির্মম বাস্তবতা।

নারায়ণগঞ্জের হার্ডওয়্যার ব্যবসায়ী আলী হাসানকে খুব বেশি মানুষের চেনার কথা না। তবে ‘ব্যবসার পরিস্থিতি’ গানের র‌্যাপার আলী হাসানকে এখন চেনেন অনেকেই।

শুক্রবার গানটা মুক্তির পর ভেসে বেড়াচ্ছে সোশাল মিডিয়ায়। জি সিরিজের ফেইসবুক পেজে আপলোড করা গানটি এক দিনে শেয়ার হয়েছে প্রায় চার হাজার বার।

গানটি লিখেছেন, সুর দিয়েছেন আলী হাসান নিজেই। গাওয়ার পাশাপাশি ভিডিওতে অভিনয়ও করেছেন। দোকানদারের চরিত্রে তার সাবলীল অভিনয় প্রশংসিত হচ্ছে।

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence